Logo

রাজনীতি

এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় ইশরাকের নিন্দা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ২১:৩৯

এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় ইশরাকের নিন্দা

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ছবি : সংগৃহীত

গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

বুধবার (১৬ জুলাই) রাতে তার ফেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ নিন্দা জানান।

ইশরাক হোসেন লেখেন, গোপালগঞ্জে ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও গণহত্যাকারী আওয়ামী লীগের বাঁধা প্রদান, হামলা এবং নিরাপত্তা বাহিনীর ওপর হামলা, গাড়িতে আগুন দেয়াসহ সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। 

তিনি আরও লেখেন, এই রকম একটি পরিস্থিতিতে গণঅভ্যুত্থানের সকল শক্তি ও সমর্থককে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি। নিজেদেরকে একে ওপরের শত্রু হিসেবে চিহ্নিত করে আওয়ামী দানবকে পুনর্গঠনের সুযোগ না করে দেই। বোধকরি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের শত্রু কারা সেটি আবারও স্পষ্ট হয়েছে।

  • এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাতীয় নাগরিক পার্টি ইশরাক হোসেন হামলা ও ভাংচুর আওয়ামী লীগ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর