Logo

রাজনীতি

জামায়াতের সমাবেশ : কৃষক-শ্রমিক-শিক্ষক-চিকিৎসকদের অংশগ্রহণ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ১১:৫২

জামায়াতের সমাবেশ : কৃষক-শ্রমিক-শিক্ষক-চিকিৎসকদের অংশগ্রহণ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ৭ দফা দাবি আদায়ে জামায়াতে ইসলামীর ডাকা ‘জাতীয় সমাবেশে’ অংশ নিয়েছেন দলটির পেশাজীবি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 

শনিবার (১৯ জুলাই) সকাল থেকে পেশাজীবিদের বিভিন্ন ব্যানারে তারা সমাবেশস্থলে আসতে শুরু করেন। 

ইতোমধ্যে সমাবেশস্থলে যোগ দিয়েছে দলটির শ্রমিক সংগঠন- বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, বাংলাদেশ মসজিদ মিশন, আইনজীবী সংগঠন- বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল, সাংস্কৃতিক সংগঠন- সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস), চিকিৎসক সংগঠন- ন্যাশনাল ডক্টরস’ফোরাম (এনডিএফ), শিক্ষক সংগঠন- বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন।

সমাবেশে যোগ দেওয়া বরগুনা থেকে আসা বাংলাদেশ মসজিদ মিশনের সদস্য বরকত উল্লাহ বলেন, আমাদের দল জামায়াতে ইসলামী এবার সরকারে আসবে। কৃষকের জন্য কাজ করবে জামায়াতে ইসলামী। 

শ্রমিক কল্যাণ ফেডারেশনের কুমিল্লা মহানগরের সহকারী সেক্রেটারি তোফাজ্জল হোসেন বলেন, শ্রমিককে শোষণের হাত থেকে রক্ষা করতে জামায়াতের বিকল্প নেই। আমাদের দেশে শ্রমিক তার নায্য মূল্য পায় না। জামায়াতে ক্ষমতায় আসলে শ্রমিকের নায্য মূল্য বুঝিয়ে দেওয়া হবে।

ন্যাশনাল ডক্টরস’ফোরাম (এনডিএফ) কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. মাহমুদ মিয়াজি বলেন, চিকিৎসা সেবার উন্নয়নে জামায়াতে ইসলামী কাজ করছে। ক্ষমতায় গেলে প্রান্তিক মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে কাজ করবে জামায়াতে ইসলামী। 

এদিকে সমাবেশ স্থল সোহরাওয়ার্দী উদ্যান সকাল থেকেই কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে। সারাদেশ থেকে বাস, লঞ্চ ও ট্রেনে করে মানুষ সমাবেশে যোগ দিতে এসেছেন। সমাবেশের মূল কার্যক্রম দুপুর ২ টায় শুরু হলেও সকাল ১০ টায় কোরআন তেলওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।

মূল সমাবেশে দলের আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে উপস্থিত থাকবেন বিভিন্ন ইসলামী দল ও রাজনৈতিক দলের নেতারা।

এসআইবি/এটিআর

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামী

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর