Logo

রাজনীতি

সমাবেশের মূল পর্ব চলছে, মঞ্চে জামায়াত আমির

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ১৪:০১

আপডেট: ১৯ জুলাই ২০২৫, ২০:০১

সমাবেশের মূল পর্ব চলছে, মঞ্চে জামায়াত আমির

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ৭ দফা দাবি আদায়ে রাজধানীতে ‘জাতীয় সমাবেশ’ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (১৯ জুলাই) দুপুর ২টা থেকে সোহরাওয়ার্দী উদ্যানে এ সমাবেশের মূল পর্ব শুরু হয়েছে। এতে উপস্থিত আছেন দলের আমির ডা. শফিকুর রহমান। দুপুর ১ টা ৫০ মিনিটের দিকে সমাবেশের মঞ্চে উঠেন তিনি।

এর আগে, সকাল ১০টার দিকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে একই মাঠে সমাবেশের প্রথম পর্ব শুরু হয়। এদিন ভোর থেকেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে সমাবেশস্থল। সারাদেশ থেকে বাস, লঞ্চ ও ট্রেনে করে মানুষ সমাবেশে যোগ দিতে এসেছেন।

সমাবেশস্থলে আসা দলটির নেতাকর্মীরা জানিয়েছেন, রাজমাঠে সক্রিয় অবস্থানের বার্তা দিতেই আজকের এই সমাবেশ। 

তারা বলেন, কোনো কোনো দল ভাবছে দীর্ঘ দুই যুগ ধরে ফ্যাসিবাদের কবলে পড়ে রাজমাঠে নিষ্ক্রিয় হয়ে পড়েছে জামায়াত। বাস্তবে সেটি নয়, গত দুই যুগে সকল নিপিড়নের আড়ালেও জামায়াতের রাজনৈতিক অবস্থান কতটা শক্তিশালী হয়েছে, নিজেদের সেই শক্তিশালী অবস্থানের জানান দিতেই আমরা আজকের জাতীয় সমাবেশে এসেছি। 

নেতারা আরও বলেন, সাত দফা দাবি কেবল একটি কাগুজে ঘোষণা নয়, বরং এটি ভবিষ্যতের রাজনৈতিক রূপরেখা। তাদের ভাষ্য, এই সমাবেশের মধ্য দিয়ে জনগণকে নতুন রাজনৈতিক বাস্তবতা ও বিকল্প নেতৃত্বের আহ্বান জানানো হচ্ছে।

মঞ্চে বসে আছেন জামায়াত আমির | ছবি : সংগৃহীত

এদিকে, ঢাকার ‘জাতীয় সমাবেশে’ যোগ দিতে আসার পথে সড়ক দুর্ঘটনায় উপজেলা জামায়াত আমিরসহ একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১০জন। আজ ভোররাত ৩টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফরিদপুর অংশে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে নেওয়ার পরে আরেকজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন, খুলনা জেলার দাকোপ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবু সাঈদ (৫২) ও একই উপজেলার বানিশান্তা এলাকার মো. ইসমাইল শেখের ছেলে মোহাম্মদ আমানত শেখ (৫৫)। দুর্ঘটনার পর আমানত শেখকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হলে সকালে মৃত্যুবরণ করেন।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, শুক্রবার দিনগত রাত ৩টার দিকে একটি সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত হন এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকালে আরেকজনের মৃত্যু হয়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

  • ডিআর/এটিআর/এসআইবি

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জামায়াত আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী

জামায়াতের জাতীয় সমাবেশ

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর