Logo

রাজনীতি

‘সংস্কারের নামে ফ্যাসিবাদের পুনর্বাসন চালু রয়েছে’

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ১৫:৪৪

‘সংস্কারের নামে ফ্যাসিবাদের পুনর্বাসন চালু রয়েছে’

ছবি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফেসবুক।

সংস্কারের নামে ফ্যাসিবাদের পুনর্বাসন এখনও চালু রয়েছে বলে মন্তব্য করেছেন জুলাই আন্দোলনের যোদ্ধা তামিরুল মিল্লাত মাদরাসার শিক্ষার্থী জুনায়েদুর রহমান।

শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক আয়োজিত জাতীয় সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের শত শত শহীদের আত্মত্যাগের মাধ্যমে আজ আমরা স্বাধীন বাংলাদেশে পা রাখতে পেরেছি। গত বছরের ১৮ জুলাই আমি উত্তরায় স্নাইপার বুলেটে বিদ্ধ হই। যারা নির্বিচারে হাজার হাজার মানুষকে শহীদ করেছে, তারা কোনোভাবে একটি রাজনৈতিক দল হতে পারে না। একটা সন্ত্রাসী দল দেশের রাজনীতিতে বিরাজ করুক, আমরা তা চাই না। আমরা চাই, জুলাইসহ সকল গণহত্যার দৃষ্টান্তমূলক বিচার হোক।

তিনি আরও বলেন, সংস্কারের নামে ফ্যাসিবাদের পুনর্বাসন এখনও চালু রয়েছে। ফ্যাসিবাদের শিকড় যতোই গভীরে থাকুক, তার মূলোৎপাটন না করা অবধি আমাদের লড়াই চলমান থাকবে।

তিনি আরও বলেন, আমরা এমন একটি নির্বাচন চাই, যেখানে লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে। কোনো পক্ষপাতিত্ব থাকবে না, সকল দলের সমান সুযোগ ও অংশগ্রহণ থাকবে। আর এভাবেই একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব।

  • এনএমএম/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামী সমাবেশ

জামায়াতের জাতীয় সমাবেশ

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর