নেতাকর্মীদের উপস্থিতি দেখে জামায়াত নেতা বললেন ‘আলহামদুলিল্লাহ’

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ১৫:৪৬

ছবি : সংগৃহীত
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে জামায়াতে ইসলামীর ‘জাতীয় সমাবেশ’। এতে লাখো নেতাকর্মীর উপস্থিতিতে রীতিমতো জনসমুদ্রে পরিণত হয়েছে আয়োজনস্থল। এমনটি দেখে মঞ্চে থাকা দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আলহামদুলিল্লাহ’।
শনিবার (১৯ জুলাই) সকাল থেকেই বিভিন্ন জেলা থেকে দলে দলে ঢাকায় পৌঁছাতে থাকেন কর্মীরা। আর এই দৃশ্য দেখে উচ্ছ্বসিত হয়ে এ জামায়াত নেতা এ কথা বলেন।
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। আমাদের জাতীয় সমাবেশ ইতোমধ্যে জনসমুদ্রে পরিণত হয়েছে।’
এর আগে শুক্রবার (১৬ জুলাই) রাত থেকেই দেশের নানা প্রান্ত থেকে বাস, ট্রেন ও লঞ্চযোগে জামায়াতের নেতাকর্মীরা রাজধানীতে পৌঁছাতে শুরু করেন। পরে শনিবার সকাল থেকে রাজধানীর শাহবাগ, হাইকোর্ট, মৎস্য ভবন, দোয়েল চত্বর, বাংলামটরসহ আশপাশের এলাকায় নেতাকর্মীদের ঢল নামে। অনেককে দেখা গেছে মাথায় জাতীয় পতাকা ও দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ খচিত টি-শার্ট ও পাঞ্জাবি পরে মিছিলসহ সমাবেশস্থলে প্রবেশ করতে।
এনএমএম/এএ