মির্জা ফখরুল
বিএনপি বিপ্লবী নয়, উদারপন্থী রাজনৈতিক দল

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ১৫:৫৪
-(69)-687b6b6f47e02.jpg)
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত
বিএনপি কোনো বিপ্লবী দল নয় উদারপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দল বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (১৯ জুলাই) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জুলাই আগস্ট গণঅভ্যুথানের বর্ষপূর্তিতে আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। আলোচনা সভায়টি আয়োজন করে গণতন্ত্র মঞ্চ।
মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি উদারপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দল। আমরা কোনো বিপ্লবী দল নয়। বিপ্লব করে ক্ষমতায় যাওয়ার সামর্থ্য নেই, সেই সাহসও নেই। আমরা জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে একতা কল্যাণকর রাষ্ট্র করতে চাই।’
আলোচনা সভায় ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে বক্তব্য দেন- জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী, রাষ্ট্র সংস্কার আন্দোলনের অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, জেএসডির তানিয়া রব সহ গণঅভ্যুত্থানে অংশ নেয়া সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
- এমআই