খরচ দেয়া হয়নি দাবি নেতাদের, কর্মীরা খাচ্ছেন খিচুড়ি, এসেছেন রিজার্ভ বাসে

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ১৬:০২
-(70)-687b6d36e06b4.jpg)
ছবি : বাংলাদেশের খবর
জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশকে ঘিরে রাজধানীতে ঢল নেমেছে নেতাকর্মীদের। তবে সমাবেশে যোগ দিতে আসা কর্মীদের যাতায়াত কিংবা খাওয়ার খরচ নিয়ে শুরু হয়েছে আলোচনা।
জামায়াতের পক্ষ থেকে কারও যাতায়াত বা খাবারের জন্য কোনও অর্থ দেওয়া হয়নি বলা হলেও ঢাকার বিভিন্ন স্থানে দেখা গেছে ভিন্ন চিত্র।
জানতে চাইলে যাত্রাবাড়ীতে মুন্সিগঞ্জ, নরসিংদীসহ বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীরা বলেন, বাস রিজার্ভ করে আসছি। তবে ভাড়া দল থেকেই দেয়া হয়েছে। আমাদের ভাড়া কিংবা অন্য কোনো খরচ দিতে হয়নি। যদিও জামায়াতের নেতাকর্মীরা বলছেন, সবাই নিজেদের খরচে এসেছেন।
এদিকে সরেজমিনে ঘুরে ঢাকার যাত্রাবাড়ী থানাধীন ৬২নং ওয়ার্ডের নয়ানগর এলাকায় দেখা যায় জামায়াতের পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে যাওয়ার আগে খিচুড়ি খাচ্ছেন।
জানতে চাইলে রফিকুল ইসলাম নামের একজন বাংলাদেশের খবরকে বলেন, ‘দলীয়ভাবে আয়োজন করা হয়েছে। খাওয়া শেষেই সমাবেশের দিকে রওয়ানা হবেন তারা।’
- এনএমএম/এমআই