Logo

রাজনীতি

জামায়াতের ‘জাতীয় সমাবেশ’

নতুন রাজনৈতিক জোট গঠনের ইঙ্গিত

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ১৬:২৪

নতুন রাজনৈতিক জোট গঠনের ইঙ্গিত

ছবি : বাংলাদেশের খবর

সোহরাওয়ার্দী উদ্যানে চলমান জামায়াতে ইসলামীর ‘জাতীয় সমাবেশে’ সম্ভাব্য নতুন রাজনৈতিক জোটের ইঙ্গিত পাওয়া গেছে। জামায়াতের ঢাকা দক্ষিণ শাখার সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমন ইঙ্গিত দিয়ে বলেন, আজকের সমাবেশের মঞ্চ থেকেই একটা নতুন রাজনৈতিক জোট গঠনের প্রক্রিয়া শুরু হবে।

শনিবার (১৯ জুলাই) দেশের বিভিন্ন জেলা থেকে রাজধানীতে আসা হাজারো নেতাকর্মীদের সামনে এমন ইঙ্গিত দেন এ জামায়াত নেতা।

ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, আজকের মূল প্রোগ্রাম হচ্ছে ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে জামায়াতে ইসলামীর আমির এবং জাতীয় নেতৃবৃন্দের বক্তব্য। এছাড়া আজকের মঞ্চ থেকেই একটা নতুন রাজনৈতিক জোট গঠনের প্রক্রিয়া শুরু হবে।

জামায়াতের ঢাকা দক্ষিণ শাখার সেক্রেটারি জানান, এই জোট হবে ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে ঐক্যবদ্ধ বিভিন্ন দল ও সংগঠকের অংশগ্রহণে। যারা আমাদের ৭ দফা দাবির সঙ্গে একমত, তাদের অনেকেই এখানে বক্তব্য দেবেন। ইতোমধ্যেই আমরা বিভিন্ন দল ও প্ল্যাটফর্মের সঙ্গে আন্দোলনে ছিলাম। আজকের সমাবেশে তাদের অবস্থানও পরিস্কার হবে বলে জানান তিনি।

তবে জোটের বিষয়ে আজই ঘোষণা হচ্ছে না জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, আজকের সমাবেশে জামায়াতের আমির ও জাতীয় নেতৃবৃন্দের পক্ষ থেকে  কোনো জোট গঠনের বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসছে না। তবে এই সমাবেশের মাধ্যমে আগামী দিনের সম্ভাব্য জোটের রূপরেখা জাতির সামনে স্পষ্ট হবে বলে আমরা মনে করি।

আন্দোলন ও নির্বাচন—উভয় বিষয় মাথায় রেখে ভবিষ্যতের এই জোট ধীরে ধীরে আরও পরিণত হবে উল্লেখ করে ড. শফিকুল ইসলাম বলেন, নির্বাচনের রোডম্যাপ যখন সামনে আসবে, তখন জোটের কাঠামো আরও স্পষ্ট ও গঠিত হবে। আপাতত আমরা রাজনৈতিক কর্মসূচি ও গণআন্দোলনের মাধ্যমেই একসঙ্গে পথ চলার প্রস্তুতি নিচ্ছি।

এনএমএম/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামী

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর