Logo

রাজনীতি

আবু সাঈদের বড় ভাই

নির্বাচনের আগে জুলাই হত্যাকাণ্ডের বিচার করতে হবে

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ১৬:৩০

নির্বাচনের আগে জুলাই হত্যাকাণ্ডের বিচার করতে হবে

ছবি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফেসবুক থেকে নেয়া।

নির্বাচনের আগে জুলাই হত্যাকাণ্ডের বিচার করতে হবে বলে মন্তব্য করেছেন জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের বড় ভাই রমজান আলী।

শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘গত বছর ১৬ জুলাই যখন শহীদ আবু সাঈদ দুই হাত তুলে পুলিশের সামনে জীবন দিয়েছিল। আমার ভাই যে কারণে জীবন দিয়েছে আমরা তার বাস্তবায়ন দেখতে পাচ্ছি না।’

তিনি আরও বলেন, ‘গত ১৭ বছর আমরা ফ্যাসিবাদী সময়ে এমন সমাবেশ করতে পারিনি।আমরা এ সমাবেশ করতে পেরেছি আমাদের শহীদ ভাইদের জন্য এ সমাবেশ করতে পারছি।এখনও পাড়া-মহল্লায় ফ্যাসিবাদের দোসররা ঘুরে বেড়ায় তাদের অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে।’

সমাবেশে জামায়াতের ৭ দফা দাবিগুলো হলো:

১. ২০২৪ সালের ৫ আগস্ট ও অন্যান্য সময় সংঘটিত সকল গণহত্যার বিচার।

২. রাষ্ট্রের সব স্তরে প্রয়োজনীয় মৌলিক সংস্কার।

৩. ঐতিহাসিক জুলাই সনদ ও ঘোষণাপত্রের পূর্ণ বাস্তবায়ন।

৪. জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন।

৫. জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটাতে পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন।

৬. প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ।

৭. রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য সমান সুযোগ ও ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিতকরণ।

  • এসআইবি/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামী সমাবেশ

জামায়াতের জাতীয় সমাবেশ

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর