Logo

রাজনীতি

শিবির সভাপতি

আমাদের সংবিধান আর হাইকোর্ট দেখাবেন না

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ১৬:৩৬

আমাদের সংবিধান আর হাইকোর্ট দেখাবেন না

ছবি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফেসবুক থেকে নেয়া।

আমাদের সংবিধান আর হাইকোর্ট দেখাবেন না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে তিনি এ মন্তব্য করেন। 

জাহিদুল ইসলাম বলেন, ‘আমাদের সংবিধান আর হাইকোর্ট দেখাবেন না। এক আল্লাহ ছাড়া অন্য কোনও রক্তচক্ষুকে আমরা ভয় পাই না।  আমাদের ভয় দেখিয়ে লাভ হবে না।’ 

শিবির সভাপতি আরও বলেন, ‘বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে মাদক আর সন্ত্রাসের অভয়ারণ্য গড়ে তোলা হয়েছিল। ৫ আগস্টের পর অনেক সংস্কার কমিশন গঠন হয়েছিল। কিন্তু ৯ মাসেও তারা শিক্ষা ব্যবস্থার কিঞ্চিৎ পরিবর্তন ঘটাতে পারেনি।’ 

সমাবেশে জামায়াতের ৭ দফা দাবিগুলো হলো:

১. ২০২৪ সালের ৫ আগস্ট ও অন্যান্য সময় সংঘটিত সকল গণহত্যার বিচার।

২. রাষ্ট্রের সব স্তরে প্রয়োজনীয় মৌলিক সংস্কার।

৩. ঐতিহাসিক জুলাই সনদ ও ঘোষণাপত্রের পূর্ণ বাস্তবায়ন।

৪. জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন।

৫. জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটাতে পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন।

৬. প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ।

৭. রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য সমান সুযোগ ও ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিতকরণ।

  • এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামী সমাবেশ ছাত্রশিবির

জামায়াতের জাতীয় সমাবেশ

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর