জামায়াতের সমাবেশে সিগারেটের বিক্রি নেই, বিপাকে ভাসমান ব্যবসায়ীরা

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ১৭:১১

ছবি : সংগৃহীত
জামায়াতের সমাবেশে জমেছে লাখো মানুষের ভিড়, কিন্তু বিক্রি নেই সিগারেটের। সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশে থাকা ভাসমান ব্যবসায়ীরা জানান, সকাল থেকে কেউ সিগারেট কিনছে না।
শনিবার (১৯ জুলাই) রমনা গেটের সামনে বসা সালাউদ্দিন নামে এক বিক্রেতা বললেন, অন্য সময় সিগারেট অনেক বিক্রি হয়। আজ দুপুর পর্যন্ত ২টা সিগারেটও বিক্রি হয়নি।
সমাবেশে আসা অনেকে বলছেন, জামায়াতের নেতাকর্মীরা ধুমপান করেন না। তাই সিগারেট কেনার প্রশ্নই উঠে না। কেউ কেউ আবার সিগারেট বিক্রেতাকে চোখ রাঙিয়েও চলে যাচ্ছেন।
জামায়াতের নেতাকর্মীরা আরও বলছেন, সিগারেট যারা বিক্রি করছেন তারাও জানেন জামায়াতের নেতাকর্মীদের বিড়ি খাওয়ার অভ্যাস নাই। তারপরও তারা সমাবেশে এসেছে সিগারেট নিয়ে।
এনএমএম/এএ