-687b854ae303b.jpg)
বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ চলাকালে মঞ্চে লুটিয়ে পড়লেন দলটির আমীর ডা. শফিকুর রহমান। শনিবার (১৯ জুলাই) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ মঞ্চে বক্তব্য দিতে উঠলে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর আয়োজিত জাতীয় সমাবেশে বিকেল ৪টার দিকে বক্তব্য দিতে মঞ্চে ওঠার পরপরই হঠাৎ তিনি অজ্ঞান হয়ে পড়ে যান। সঙ্গে সঙ্গে দলের নেতাকর্মীরা তাকে ধরে মঞ্চের পেছনে নিয়ে যান এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
দলীয় সূত্রে জানা গেছে, ডা. শফিকুর রহমান দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছেন। আজকের গরম ও আর্দ্র আবহাওয়া, দীর্ঘক্ষণ না খেয়ে থাকা এবং মানসিক চাপের কারণে হঠাৎ রক্তচাপ কমে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন।
তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন এবং শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে জামায়াতের মিডিয়া উইং।
ঘটনার পর সমাবেশস্থলে এক ধরনের উদ্বেগ ছড়িয়ে পড়ে। তবে আয়োজক নেতৃবৃন্দ জানান, সমাবেশ চলমান থাকবে এবং আমিরের শারীরিক সুস্থতা কামনায় দোয়ার আয়োজন করা হয়েছে।
প্রসঙ্গত, প্রায় ২২ বছর পর ঢাকায় কেন্দ্রীয়ভাবে জাতীয় সমাবেশ আয়োজন করল জামায়াতে ইসলামী। দেশের বিভিন্ন জেলা থেকে আগত হাজারো নেতাকর্মী সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকায় অবস্থান নিয়েছেন। দলের শীর্ষ নেতার আকস্মিক অসুস্থতা নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
এনএমএম/এমএইচএস/এনআর/এক্সএ/জেসি