Logo

রাজনীতি

সারজিস

বাংলাদেশে আবারও ভারতপন্থী মুজিববাদী শক্তি সক্রিয় হচ্ছে

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ১৮:০৬

বাংলাদেশে আবারও ভারতপন্থী মুজিববাদী শক্তি সক্রিয় হচ্ছে

ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, বাংলাদেশে আবারও নতুন করে মুজিববাদী ভারতপন্থী শক্তি সক্রিয় হচ্ছে। আমাদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে। কিন্তু এই বাংলাদেশে বাংলাদেশপন্থী ব্যতীত অন্য কোন দেশপন্থী শক্তির আর জায়গা হবে না।

শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজিত ‘জাতীয় সমাবেশে’ এসব কথা বলেন তিনি। 

সারজিস আলম বলেন, ‘এক জুলাই পেরিয়ে আমরা আরেক জুলাই এসে উপস্থিত হয়েছি। কিন্তু বাংলাদেশ থেকে মুজিববাদীদের ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। গোপালগঞ্জে এখনো মুজিববাদীদের আস্তানা গেড়ে রয়েছে। মুজিববাদীরা এখনো বাংলাদেশের বিভিন্ন জায়গায় সক্রিয় রয়েছে। এই মুজিববাদ একটি আদর্শ। শুধু আইনিভাবে এই মুজিববাদের মোকাবেলা করা যাবে না। আমাদেরকে অর্থনৈতিক ভাবে রাজনৈতিক ভাবে সাংস্কৃতিকভাবে এই মুজিববাদের কোমর ভেঙ্গে দিতে হবে।’

তিনি বলেন, ‘আমাদের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে। কিন্তু এই মুজিববাদ ও স্বৈরাচারের প্রশ্নে অভ্যুত্থানের সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশে আর ভারতীয় আধিপত্যবাদের জায়গা হতে দেওয়া যাবে না। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা সুশীল সরকারের ভূমিকা চাই না। আমরা তাদেরকে অভ্যুত্থান পরবর্তী সরকারের ভূমিকায় দেখতে চাই।’ 

তিনি আরও বলেন, ‘খুনি হাসিনার বিচার হতেই হবে। তার বিচারের রায় হতেই হবে। খুনি হাসিনার বিচারের রায়ের কার্যকর আমরা দেখতে চাই। আমরা স্পষ্ট করে বলতে চাই। এই বাংলাদেশে বিচার বিভাগকে কোন দলের বিচার বিভাগ হিসেবে আমরা দেখতে চাই। চাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ক্ষমতার তোষামোদ করা বাহিনী হিসেবে আমরা দেখতে চাই না।’ 

এসআইবি/এএ    

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সারজিস আলম

জামায়াতের জাতীয় সমাবেশ

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর