সেলিম উদ্দিন
নির্বাচন কমিশনকে সংস্কার করে শক্তিশালী করতে হবে

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ১৮:৫৫
-(80)-687b95a41d12f.jpg)
ছবি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফেসবুক থেকে নেয়া।
নির্বাচন কমিশনকে সংস্কার করে শক্তিশালী করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন।
শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে তিনি এমন কথা বলেন।
তিনি বলেন, ‘জামায়েত ইসলামী নির্বাচন ভয় পায় না। জামায়াতে ইসলামী তার আভ্যন্তরীণ নির্বাচনের মাধ্যমে নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক ধারাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এটি সুশৃঙ্খল রাজনৈতিক আদর্শবাদী দল।’
তিনি বলেন, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে আসেন, এ দেশের কোটি জনতার সমর্থন নিয়ে এবার আপনাদেরকে আমরা পরাজিত করব। কিন্তু নির্বাচনে যদি কোন ধরনের পক্ষপাতিত্বের চেষ্টা করা হয় জুলাই বিপ্লবীরা এর প্রতিশোধ নেবে।’
সেলিম বলেন, একটি সুষ্ঠু সুন্দর আন্তর্জাতিক নির্বাচন দিতে হবে।যেখানে প্রতিটি দেশ তার স্বীকৃতি দিবে। নির্বাচন শেষে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল সাংবাদিক সম্মেলন করে বলবে নির্বাচন সুষ্ঠু হয়েছে। এরকম একটি আন্তর্জাতিক মানের নির্বাচন আন্তর্জাতিক ব্যক্তিত্ব প্রফেসর ইউনুস সাহেবের প্রতি দেশবাসী আশা করে।
- এসআইবি/এমআই