জামায়াত আমিরের সুস্থতায় দোয়া চাইলেন সারজিস

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ২০:২৩
-(85)-687baa7baffa9.jpg)
ছবি : বাংলাদেশের খবর
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সুস্থতায় দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় তার ফেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি দোয়া কামনা করেন।
সারজিস লেখেন, ‘আল্লাহ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীরকে সুস্থতা ও নেক হায়াত দান করুন।’
এর আগে, জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ চলাকালে মঞ্চে লুটিয়ে পড়েন দলটির আমির ডা. শফিকুর রহমান। বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ মঞ্চে বক্তব্য দিতে উঠলে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর আয়োজিত জাতীয় সমাবেশে বিকেল ৪টার দিকে বক্তব্য দিতে মঞ্চে ওঠার পরপরই হঠাৎ তিনি অজ্ঞান হয়ে পড়ে যান। সঙ্গে সঙ্গে দলের নেতাকর্মীরা তাকে ধরে মঞ্চের পেছনে নিয়ে যান এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
দলীয় সূত্রে জানা গেছে, ডা. শফিকুর রহমান দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছেন। আজকের গরম ও আর্দ্র আবহাওয়া, দীর্ঘক্ষণ না খেয়ে থাকা এবং মানসিক চাপের কারণে হঠাৎ রক্তচাপ কমে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন।
বর্তমানে জামায়াত আমির ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
- এমআই