Logo

রাজনীতি

জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ২০:৫৮

জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে ছুটে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামী আলমগীর।

শনিবার (১৯ জুলাই) রাতে রাজধানীর ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে দেখতে যান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াত আমিরের পাশে কিছু সময় বসে থেকে কথা বলেন। চিকিৎসকদের কাছ থেকে তার স্বাস্থ্য ও চিকিৎসার খোঁজ-খবর নেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান ও মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এর আগে, জাতীয় সমাবেশে বক্তৃতাকালে অসুস্থবোধ করে টানা দুইবার মঞ্চে লুটিয়ে পড়েন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এরপর তিনি বসে বক্তব্য শেষ করেন। পরে তাকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

  • এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াত আমির

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর