প্রধান উপদেষ্টার সহমর্মিতা স্মরণীয় হয়ে থাকবে : জামায়াত আমির

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ১০:৪৯
-687c7564f3f0a.jpg)
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সহমর্মিতা স্মরণীয় হয়ে থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (২০ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা জানান তিনি।
পোস্টে জামায়াতপ্রধান লিখেছেন, গতকাল (শনিবার) সোহরাওয়ার্দী উদ্যানের সভা মঞ্চে অসুস্থ হওয়ার পর প্রধান উপদেষ্টা আমার শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছেন এবং তার প্রেস সচিবকে হাসপাতালেও পাঠিয়েছেন। তার এই সহমর্মিতা স্মরণীয় হয়ে থাকবে। মহান আল্লাহ তাকে উত্তম জাযা দান করুন। আমীন।
এর আগে, গতকাল রাজধানীর সোহরওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর ডাকা ‘জাতীয় সমাবেশে’ সভাপতির বক্তব্য প্রদানকালে হঠাৎ মঞ্চে লুটিয়ে পড়েন ডা. শফিকুর।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৪টার দিকে বক্তব্য দিতে মঞ্চে ওঠার পরপরই হঠাৎ তিনি অজ্ঞান হয়ে পড়ে যান। সঙ্গে সঙ্গে দলের নেতাকর্মীরা তাকে ধরে মঞ্চের পেছনে নিয়ে যান এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর তিনি বসে বসে বক্তব্য শেষ করেন। পরে তাকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রাত ৮টার দিকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।