Logo

রাজনীতি

আমরা কাউকে মাস্টারমাইন্ড মানি না : জামায়াত আমির

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১৮:৪৬

আমরা কাউকে মাস্টারমাইন্ড মানি না : জামায়াত আমির

জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কাউকে মাস্টারমাইন্ড মানি না। তার ভাষ্য, জুলাই আন্দোলনে দেশপ্রেমী সবাই অংশগ্রহণ করেছেন। সবাই লড়াই করেছেন। এখানে নির্দিষ্ট করে কাউকে মাস্টারমাইন্ড বলা যায় না। 

বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় সিলেটের বিয়ানীবাজারে আয়োজিত ‘জনশক্তি ও সুধী সমাবেশে’ এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর বলেন, জামায়াতে ইসলামি একটি মজলুম সংগঠন। এই সংগঠনের কোনো দায়িত্বশীল নেতা দেশ ছেড়ে পালাননি। বহু বিপদ এসেছে। চোখের সামে ফাঁসির রশি দেখার পরেও আমাদের শ্রদ্ধেও নেতা মীর কাসিম আলী আমেরিকা থেকে বাংলাদেশে চলে এসেছিলেন। তিনি বলেছিলেন, জীবন যায় যাবে, তবু পালিয়ে চুরের মতো বিদেশের মাটিতে থাকব না।

এর আগে দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, আমাদের মধ্যে দল ও মতের ভিন্নতা থাকবে। এই ভিন্নতা নিয়েই আমাদের ফ্যাসিবাদের বিরুদ্ধে, জাতীয় স্বার্থবিরোধী সব কর্মকাণ্ডের বিরুদ্ধে, সমাজের শৃঙ্খলা বিনষ্টকারী অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই। তাই দলমত, জাতি-ধর্ম নির্বিশেষে আমাদেরকে নিবিড় জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। আমাদের অবস্থান থেকে আমরা সব সময় প্রস্তুত।

দলীয় সহকর্মীদের প্রতি অনুরোধ জানিয়ে জামায়াত আমির আরও বলেন, আমরা যেভাবে ধৈর্যের পরিচয় দিয়ে আসছি, সেভাবেই এই ধৈর্য অব্যাহত রাখতে হবে। আমরা কারো পাতা ফাঁদে পা দেব না। জাতীয় স্বার্থবিরোধীদের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

  • এটিআর

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জামায়াত আমির ডা. শফিকুর রহমান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর