-688191fe0854f.jpg)
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।
বুধবার (২৩ জুলাই) দিবাগত রাত ১টা ১৮ মিনিটে গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে তাকে হাসপাতালে নেওয়া হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, চিকিৎসকদের পরামর্শে দেশনেত্রীকে রুটিন চেকআপের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন।
এর আগে গত ১৮ জুন রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান। এরপর স্বাস্থ্য পরীক্ষা শেষে গুলশানে নিজের বাসভবন ফিরোজায় ফেরেন তিনি।
ডিআর/এমবি