বিচার-সংস্কার ছাড়া নির্বাচন অর্থহীন : নাহিদ

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ১৪:৩০

মৌলভীবাজারে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ অনুষ্ঠানে প্রধান অতিথি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি : বাংলাদেশের খবর
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা সংগ্রাম ও লড়াই করতে জানি। রোদ-বৃষ্টি, ঝড় উপেক্ষা করে মানুষের অধিকারে আমরা রাজপথে সেই জুলাই-আগস্ট থেকে ছিলাম। তার এক বছর হয়েছে। জুলাই-আগস্টে আমরা বলেছিলাম একটি বাংলাদেশ লাগবে, একটি নতুন বন্দোবস্ত লাগবে। পুরোনো সিস্টেম ও আইনে এই বাংলাদেশ আর চলবে না।
শনিবার (২৬ জুলাই) দুপুরে মৌলভীবাজার শহরের বেড়িরপার মোড় এলাকায় এনসিপির জেলা শাখার আয়োজনে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, বিচার, সংস্কার ও সংবিধানের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই। গণঅভ্যুত্থানের ফলে আমাদের আশা-আকাঙ্ক্ষা ছিল আকাশচুম্বী। তরুণরা কর্মসংস্থানের জন্য রাজপথে নেমেছিল, বাংলাদেশের জনগণ অর্থনৈতিক বৈষম্যের দাবিতে রাজপথে নেমেছিল। দেশের মানবিক মর্যাদা, নিজেদের স্বাধীনতার জন্য রাজপথে নেমেছিল। আমরা সেই স্বাধীনতা ও গণতন্ত্র পেলেও আমাদের অর্থনৈতিক ও কর্মসংস্থানের দাবি এখনো পূরণ করতে পারিনি।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় অনেক স্বপ্ন দেখেছিলাম, আমাদের অনেক দাবি ছিল। সেই দাবিকে নির্বাচনের সঙ্গে রূপান্তর করে ফেলা হয়েছে। আমরা বলেছি, আমরা নির্বাচন চাই, আমরা গণতন্ত্র ও ভোটাধিকারের পক্ষে লড়াই করার শক্তি রাখি; কিন্তু বিচার-সংস্কার ছাড়া নির্বাচন অর্থহীন হয়ে যাবে। এ নির্বাচন জনগণ গ্রহণ করবে না। বিচার-সংস্কারে আমরা যতটুকু এগিয়েছি, আরও ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।
এনসিপির আহ্বায়ক বলেন, আমরা বলেছি, নতুন সংবিধান প্রয়োজন— যে সংবিধানে দেশের মানুষের মানবাধিকার লড়াইয়ের কথা থাকবে। ১৯৪৭ সালের ঐতিহাসিক লড়াই, ’৭১-এর স্বাধীনতা সংগ্রাম, ’২৪-এর গণঅভ্যুত্থানের স্বীকৃতি দেওয়া থাকবে। সংবিধানে সকল জাতি-গোষ্ঠীর অধিকারের সমান স্বীকৃতি থাকবে। এই সংবিধানের বিপক্ষে দাঁড়িয়ে যাচ্ছে অনেক রাজনৈতিক শক্তি।
জুলাই পদযাত্রায় আরও বক্তব্য রাখেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক অর্পিতা দাশ, ডা. তাসনিম জারা, সামান্তা শারমিন, প্রীতম দাশ, জেলা শাখার প্রধান সমন্বয়কারী ফাহাদ আলম, যুগ্ম সমন্বয়কারী এহসান জাকারিয়া প্রমুখ।
এর আগে দুপুর ১২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয় এনসিপির পদযাত্রা। এ পদযাত্রায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা অংশ নেন।
শাহরিয়ার খান সাকিব/এমবি