নতুন সরকার পেলেও নতুন দেশ এখনও পাইনি : নাহিদ

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ১১:০৮

কিশোরগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আফসোসের বিষয়—আমরা নতুন সরকার পেলেও নতুন দেশ এখনও পাইনি। জাতীয় নাগরিক পার্টি আপনাদের কাছে ওয়াদাবদ্ধ—নতুন দেশ না গড়া পর্যন্ত আমাদের এই লড়াই চলতে থাকবে। তিনি তরুণদেরকে জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিতে এবং দেশ পরিবর্তনের যাত্রায় শামিল হওয়ার আহ্বান জানান।
শনিবার (২৬ জুলাই) রাত ৯টায় কিশোরগঞ্জ জেলা শহরের পুরান থানা এলাকায় এনসিপির গণসমাবেশে তিনি এসব কথা বলেন।
সমাবেশে এনসিপির আহ্বায়ক বলেন, এই কিশোরগঞ্জের মানুষ রাষ্ট্রপতি পেয়েছে। কিন্তু তারা শিক্ষা ও স্বাস্থ্যের অধিকার পায়নি। এই ফ্যাসিস্ট রাষ্ট্রপতি বাংলাদেশকে শেখ হাসিনার হাতে তুলে দিয়েছিল। মানুষের মানবাধিকার, মানুষের গণতন্ত্র, বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছিল। এই কিশোরগঞ্জ থেকেই আপনারা সেই ফ্যাসিস্টের বিরুদ্ধে গণঅভ্যুত্থান তৈরি করেছিলেন।
তিনি বলেন, আমরা জানি, কিশোরগঞ্জ সদর এলাকায় স্কুল আছে কিন্তু শিক্ষক নেই। হাসপাতাল আছে কিন্তু ডাক্তার নাই। যুব সমাজ আছে কিন্তু কর্মসংস্থান নাই। অনেক বাজেট আছে কিন্তু রাস্তা নাই। রাষ্ট্রপতি আছে কিন্তু মানুষের উন্নয়ন নাই। আমরা এই কিশোরগঞ্জের চেহারা পাল্টে দিতে চাই।
কিশোরগঞ্জের অধিবাসীদের উন্নয়ন-বঞ্চনার প্রসঙ্গ উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, কিশোরগঞ্জ হাওর-বিধৌত এলাকা। হাওর এলাকার মানুষকে সংগ্রাম করে, কষ্ট করে জীবনযাপন করতে হয়। এই কিশোরগঞ্জে সুপেয় পানির সংকট তৈরি হয়েছে। এই কিশোরগঞ্জের কৃষকদেরকে সিন্ডিকেটের মাধ্যমে সার সংকটে ফেলা হয়েছে। কৃষকরা তাদের কৃষিকাজ ঠিকমতো করতে পারছে না। তাদের ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না। হাওর এলাকা থেকে একটা শিশু বিদ্যালয়ে যেতে পারে না, চিকিৎসার জন্য সুব্যবস্থা পায় না। আমরা এমন বাংলাদেশ চেয়েছিলাম, যেখানে প্রত্যেকটা মানুষের কাছে নাগরিক সুবিধা পৌঁছাবে। প্রত্যেকটা মানুষ নাগরিকের মর্যাদা পাবে।
সমাবেশে উপস্থিত ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা প্রমুখ।
আব্দুর রউফ ভুইয়া/এমবি