ইসিকে আস্থার প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে : রিজভী

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ১১:৪১
-6885bc04b1369.jpg)
বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি : বাংলাদেশের খবর
বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচন কমিশন দীর্ঘদিন ধরে সরকারের অনুগত একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। যারা অতীতে নির্বাচন কমিশনে দায়িত্ব পেয়েছেন, তারা অধিকাংশই দলীয় আনুগত্যের ভিত্তিতে নির্বাচন পরিচালনা করেছেন। ফলে দেশের নির্বাচন ব্যবস্থা প্রায় ধ্বংস হয়ে গেছে। এখন সময় এসেছে নির্বাচন কমিশনকে আস্থার প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার।
রোববার (২৭ জুলাই) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে ২০২৪ অর্থবছরের আয়-ব্যয় হিসাব জমা দেওয়ার পর তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, দেশে একসময় ভোটাধিকার হরণ, রাতের ভোট, ভোটারদের কেন্দ্রে যেতে না দেওয়াসহ ফ্যাসিবাদী উপায়ে নির্বাচন পরিচালনা করা হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধারে যারা লড়াই করছেন, তাদের অনেকেই গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন।
ড. ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান প্রশাসনের প্রতি আস্থা প্রকাশ করে রিজভী বলেন, যারা ১৬ বছর ধরে নির্যাতিত হয়েছেন, তারা এই সরকারের ওপর আস্থা রেখেছেন। এখন সরকারের দায়িত্ব এই আস্থার প্রতিদান দেওয়া। সেই সঙ্গে নির্বাচন কমিশনের দায়িত্ব হবে একটি অংশগ্রহণমূলক, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা।
দলটির জমা দেওয়া আয়-ব্যয় হিসাব থেকে জানা যায়, গত কয়েক বছরের তুলনায় বিএনপির আয় বেড়েছে। ২০২৪ সালে বিএনপির আয় হয়েছে ১৫ কোটি ৬৫ লাখ ৯৪ হাজার ৮৪২ টাকা। আর ব্যয় হয়েছে ৪ কোটি ৮০ লাখ ৪ হাজার ৮২০ টাকা। উদ্বৃত্ত রয়েছে ১০ কোটি ৮৫ লাখ ৯০ হাজার ১৯ টাকা।
এসআইবি/এমবি