Logo

রাজনীতি

কেন্দ্রীয় ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটি স্থগিত

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ১৮:২৪

কেন্দ্রীয় ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটি স্থগিত

সংবাদ সম্মেলনে কথা বলছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ | ছবি : বাংলাদেশের খবর

কেন্দ্রীয় কমিটি ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সারাদেশের সব কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে। রোববার (২৭ জুলাই) রাজধানীর শাহবাগে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনটির সভাপতি রশিদুল ইসলাম রিফাত (রিফাত রশিদ)। চাঁদাবাজির দায়ে নেতাকর্মীদের গ্রেপ্তার ইস্যুতে এই ঘোষণা দিলেন তিনি।

রিফাত বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে আমরা আহ্বান করছি, আজকের সংবাদ সম্মেলনের পর থেকে যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোনো প্রকার অপকর্ম করার চেষ্টা করবে, আপনারা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। আমাদের হেল্প লাগলে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমরা আপনাদের সার্বিক সহযোগিতা করার চেষ্টা করব। 

তিনি আরও বলেন, বৈষ্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া এই মুহূর্ত কোনো লিগ্যাল বডি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে ফাংশন করতেছে না। এর পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত আমাদের এই সিদ্ধান্ত বলবৎ থাকবে।

  • এটিআর

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর