Logo

রাজনীতি

কেন্দ্র ছাড়া সব কমিটি স্থগিত

গণঅভ্যুত্থানের নেতৃত্ব থেকে বিতর্কের মঞ্চে বৈছাআ

সাহিদুল ইসলাম ভূঁইয়া

সাহিদুল ইসলাম ভূঁইয়া

প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ২১:০৮

গণঅভ্যুত্থানের নেতৃত্ব থেকে বিতর্কের মঞ্চে বৈছাআ

চব্বিশের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া অন্যতম ছাত্রসংগঠন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ (বৈছাআ)। এই সংগঠনের বলিষ্ঠ নেতৃত্বেই সারাদেশে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে কোটি জনতা রাজপথে নেমে আসে। তুমুল আন্দোলনের মুখে শেখ হাসিনার পতন ঘটায়। এরপর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার।

তবে, শুরুর দিকে বৈছাআ গণমানুষের মনে আশাজাগানিয়া ছাত্রসংগঠন হিসেবে যাত্রা করলেও হাসিনার পতনের পর থেকে সংগঠনটির বিভিন্ন নেতা বিতর্কিত কাজে জড়িয়ে পড়ার অভিযোগ ওঠে। এসব অভিযোগের মধ্যে রয়েছে চাঁদাবাজি, তদবির বাণিজ্য, টেন্ডার বাণিজ্যের মতো বিতর্কিত কাজও। এমন সব কাজে সংগঠনটির নেতাকর্মীদের নৈতিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। 

চলতি মাসে চট্টগ্রামে চাঁদা না পেয়ে ‘মব’ তৈরি করে মেঘনা পেট্রোলিয়ামের কর্মচারী ও জামায়াতনেতা নওশেদ জামালকে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়ার অভিযোগ ওঠে বৈছাআ’র চট্টগ্রাম নগর শাখার সদস্যসচিব নিজাম উদ্দিনের বিরুদ্ধে। ঘটনায় নিজাম উদ্দিনের পদ সাময়িকভাবে স্থগিত করে কেন্দ্রীয় কমিটি। একইসাথে স্থায়ীভাবে কেন তাকে বহিষ্কার করা হবে না— এর ব্যাখ্যা চেয়ে কারণ দর্শানোর নোটিশও পাঠানো হয়।

মে মাসে বৈছাআ মানিকগঞ্জ জেলার দুই যুগ্ম সদস্য সচিব মেহেরাব খান ও আশরাফুল ইসলাম রাজুর বিরুদ্ধে মামলা বাণিজ্যের অভিযোগে তাদের আটক করে মানিকগঞ্জ সদর থানা পুলিশ। একই মাসে রংপুর জেলা ও মহানগর কমিটির শীর্ষ নেতাদের বিরুদ্ধে দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, নিয়োগ-বাণিজ্যসহ বিভিন্ন অভিযোগ তুলে পদত্যাগ করেন ১৬ নেতা। যদিও পরে শীর্ষ নেতারা সংবাদ সম্মেলন করে দাবি করেন, তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যা ও বানোয়াট।

সবশেষ গত ১৭ জুলাই সমন্বয়ক পরিচয়ে রাজধানীর গুলশানে সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি শাম্মীর বাসায় চাঁদাবাজির অভিযোগে পাঁচ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এদের মধ্যে আব্দুর রাজ্জাক রিয়াদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক। এ ছাড়া বাকি চারজনও  সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতা।

তাদের গ্রেপ্তার করার পর গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান বলেন, ‘সম্প্রতি সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য সাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয় দিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। শাম্মী আহমেদ পলাতক রয়েছেন। তাই তার স্বামীর কাছে এই চাঁদা দাবি করেন। এতে তারা ১০ লাখ টাকা কয়েক দিন আগে ওই বাসা থেকে নিয়ে আসেন। কিন্তু শনিবার সন্ধ্যায় তারা আবার ওই বাসায় টাকা ও স্বর্ণালংকার আনতে যান। পরে পরিবারের লোকজন আমাদের খবর দিলে সেখানে গিয়ে রিয়াদসহ সমন্বয়ক পরিচয় দেওয়া পাঁচজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়।’

রোববার (২৭ জুলাই) সংবাদ সম্মেলনে সারাদেশেল কমিটি স্থগিত ঘোষণা করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ | ছবি : বাংলাদেশের খবর

এমন নিন্দিত সব ঘটনায় দেশজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়ে বৈছাআ। এ পরিস্থিতিতে রোববার (২৭ জুলাই) বৈছাআ’র কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ সংগঠনটির কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারাদেশের সব কমিটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে স্থগিত ঘোষণা করেছেন। রাজধানীর শাহবাগে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। 

রিফাত বলেন, গতকালসহ (শনিবার, ২৬ জুলাই) বিগত দিনগুলোর বেশ কয়েকটি ঘটনায় আমরা দেখেছি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে ব্যবহার করে অনেক ধরনের অপকর্ম করার চেষ্টা করা হয়েছে এবং হচ্ছে। কমিটির আত্মপ্রকাশের দিনই আমরা সতর্ক করে দিয়েছিলাম যে, ‘এ ধরনের অপকর্ম বরদাস্ত করা হবে না’। এরপরও বিভিন্ন মহল ও রাজনৈতিক দলগুলোর শেল্টারে অপকর্ম চলছে, তাছাড়া দেখা যাচ্ছে জুলাই যোদ্ধাদের কেউ কেউ বিপথগামী হয়েছে। এই মুহূর্তে বিষয়টি ভিজিবলি নিয়ন্ত্রণ করা আমাদের পক্ষে প্রায় অসম্ভব। তাই অরগানোগ্রামের জরুরি মিটিংয়ে উপস্থিত চারজন সম্মিলিতভাবে একটি সিদ্ধান্ত নিয়েছে। তা হলো, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারা দেশে সব কমিটির কার্যক্রম আজ (২৭ জুলাই) থেকে আনুষ্ঠানিকভাবে স্থগিত।

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে আমরা আহ্বান করছি, আজকের সংবাদ সম্মেলনের পর থেকে যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোনো প্রকার অপকর্ম করার চেষ্টা করবে, আপনারা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। আমাদের হেল্প লাগলে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমরা আপনাদের সার্বিক সহযোগিতা করার চেষ্টা করব। 

তিনি আরও বলেন, বৈষ্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া এই মুহূর্ত কোনো লিগ্যাল বডি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে ফাংশন করতেছে না। এর পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত আমাদের এই সিদ্ধান্ত বলবৎ থাকবে।

এ প্রসঙ্গে সংগঠনটির কয়েকটি জেলার আহ্বায়কের সঙ্গে (নাম প্রকাশে অনিচ্ছুক) যোগাযোগ করা হলে তারা কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তকে চূড়ান্ত বলে মন্তব্য করেন।

  • এটিআর

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গণঅভ্যুত্থান জুলাই অভ্যুত্থান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর