বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষিকার বাড়িতে রিটা রহমান

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ০৯:০৮

ডান থেকে মেহেরীনের ভাই মুন্নাফ, তার স্বামী মনসুর হেলাল, স্বেচ্ছাসেবক দলের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ফরহাদউল্লাহ, রিটা রহমান, বামে মেহেরীনের ছোট বোন মেহতাজ।
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিক্ষিকা মেহেরিন চৌধুরীর পরিবারের প্রতি সমবেদনা জানাতে তার বাসায় গিয়েছেন সাবেক সিনিয়র মন্ত্রী মশিউর রহমান যাদু মিয়ার মেয়ে ও রাজনীতিক রিটা রহমান।
রোববার (২৭ জুলাই) রাত ১০টার দিকে তিনি মেহেরিনের উত্তরার ১৩ নম্বর সেক্টরের বাসভবনে যান। এ সময় মেহেরিনের স্বামী মনসুর হেলাল, তার ছোট ভাই-বোন ও দুই ছেলে উপস্থিত ছিলেন।
রিটা রহমান মেহেরিনের পরিবারের খোঁজখবর নেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি মেহেরিনের সঙ্গে তার পারিবারিক সম্পর্কের কথাও স্মরণ করেন।
মেহেরিনের পরিবারের প্রতি দায়িত্ববোধের কথা বলার সময় তার ছোট বোন মেহতাজ কান্নায় ভেঙে পড়েন। সেই আবেগঘন মুহূর্তে রিটা রহমানও চোখের পানি ধরে রাখতে পারেননি।
এ সময় পরিবারের বড় বোন হিসেবে মেহেরিনের পরিবারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন রিটা রহমান।
এএইচএস/এমবি