Logo

রাজনীতি

১৭ শহীদের পরিবারের সঙ্গে এনসিপির শীর্ষ নেতাদের সাক্ষাৎ

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১১:৪৯

১৭ শহীদের পরিবারের সঙ্গে এনসিপির শীর্ষ নেতাদের সাক্ষাৎ

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত হওয়া জামালপুরে শহীদ পরিবারদের সঙ্গে এনসিপির শীর্ষ নেতাদের সাক্ষাৎ। ছবি : বাংলাদেশের খবর

চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত হওয়া জামালপুরে ১৭ জন শহীদের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান নাহিদ ইসলাম।

সোমবার (২৮ জুলাই) সকাল ১০টায় জামালপুর জেলা শহরের ডাকবাংলো মিলনায়তনে এ সাক্ষাৎ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত শহীদদের স্বজনরা তাদের দুঃখ-দুর্দশার কথা তুলে ধরেন। এ সময় তাদের দাবি শুনে সর্বাত্মক সহযোগিতা এবং এসব বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরকে দ্রুত পদক্ষেপ নিতে তাগিদ দেওয়ার আশ্বাস দেন নাহিদ ইসলাম।

এ সময় অনুষ্ঠানে দলটির কেন্দ্রীয় শীর্ষ নেতারা এবং জামালপুর জেলার এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাতীয় নাগরিক পার্টি নাহিদ ইসলাম

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর