১৭ শহীদের পরিবারের সঙ্গে এনসিপির শীর্ষ নেতাদের সাক্ষাৎ

জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১১:৪৯

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত হওয়া জামালপুরে শহীদ পরিবারদের সঙ্গে এনসিপির শীর্ষ নেতাদের সাক্ষাৎ। ছবি : বাংলাদেশের খবর
চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত হওয়া জামালপুরে ১৭ জন শহীদের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান নাহিদ ইসলাম।
সোমবার (২৮ জুলাই) সকাল ১০টায় জামালপুর জেলা শহরের ডাকবাংলো মিলনায়তনে এ সাক্ষাৎ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত শহীদদের স্বজনরা তাদের দুঃখ-দুর্দশার কথা তুলে ধরেন। এ সময় তাদের দাবি শুনে সর্বাত্মক সহযোগিতা এবং এসব বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরকে দ্রুত পদক্ষেপ নিতে তাগিদ দেওয়ার আশ্বাস দেন নাহিদ ইসলাম।
এ সময় অনুষ্ঠানে দলটির কেন্দ্রীয় শীর্ষ নেতারা এবং জামালপুর জেলার এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমবি