Logo

রাজনীতি

ফাহাম আব্দুস সালাম

বিএনপি ফেরেশতা না, অবশ্যই দুর্নীতি করবে

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১৪:৩৬

বিএনপি ফেরেশতা না, অবশ্যই দুর্নীতি করবে

ছবি : সংগৃহীত

রাজনৈতিক বিশ্লেষক, লেখক, অনলাইন অ্যাক্টিভিস্ট ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ের জামাই ফাহাম আব্দুস সালাম বলেছেন, বিএনপি ফেরেশতা না, তারা অবশ্যই দুর্নীতি করবে। কিন্তু দুর্নীতি আর ফ্যাসিস্ট শাসন কায়েম করা— এক জিনিস না। আওয়ামী লীগের মত ফ্যাসিস্ট হওয়ার যোগ্যতা তাদের নেই

সোমবার (২৮ জুলাই) দুপুরে তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।

ফাহাম মনে করেন, বিএনপির ভবিষ্যতে স্বৈরাচার হয়ে ওঠার মতো কাঠামো, আন্তর্জাতিক সহায়তা কিংবা সামাজিক বৈধতা নেই।

তিনি বলেন, ‘কোনো সরকার চাইলেই স্বৈরাচার হতে পারে না। এর জন্য বিশেষ স্ট্রাকচার লাগে। আওয়ামী লীগ যে মনস্টারে রূপ নিয়েছিল, তার তিনটি কারণ ছিল— এক : ভারতের নিরঙ্কুশ সমর্থন, দুই : নির্বাচন ছাড়াই টিকে থাকার বৈশ্বিক বৈধতা, এবং তিন : দেশের শিক্ষিত শ্রেণির নীরব সহায়তা। বিএনপির পক্ষে এই তিনটির কোনোটিই অর্জন করা সম্ভব না।’

এর কারণ উল্লেখ করে ফাহাম ফাহাম আব্দুস সালাম বলেন, “বিএনপির কোনো আন্তর্জাতিক এলাই নাই। বড়জোর ফ্রেন্ড আছে- কিন্তু আকাম-কুকামে সাপোর্ট করার জন্য যে বন্ধুতা ও গোলামি লাগে— তার ধারে-কাছেও বিএনপি নাই। সাধারণত কোনো দেশেই একটা ‘দলের’ সাথে আরেকটা দেশের সরকারের এই ধরনের ঘন প্রেম হয় না।”

তিনি আরও বলেন, ‘ইন্ডিয়া যেভাবে একটা (আওয়ামী লীগ) দলকে সাপোর্ট করেছে, এই ঘটনাটা আন্তর্জাতিক অঙ্গনে বিরল এবং মোস্ট সার্টেনলি— চায়না, আমেরিকা, রাশা কোনোদিনও এভাবে ন্যাংটা হয়ে একটা রাজনৈতিক দলকে সাপোর্ট দেবে না। আর ইন্ডিয়ার সাথে বিজনেস ইন্টারেস্টের বিষয়টি বাংলাদেশের মানুষ মানবে। কিন্তু অন্য কোনো কিছু নিয়ে লটকালটকি করতে গেলে বিএনপির নিজের সাপোর্ট বেজই বিএনপিকে ছেড়ে যাবে। এটাই বাংলাদেশের নিউ রিয়ালিটি।’

বিএনপির ক্ষমতায় আসা প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচন ছাড়া বিএনপির ক্ষমতায় যাওয়ার কোনো পথ নেই। আর ২০২৪ সালের আন্দোলন ও পাল্টা প্রতিক্রিয়ার পর বাংলাদেশে গুম, ভোট-ডাকাতি বা মেগা দুর্নীতির সুযোগও আর তেমন নেই। জনগণ আর চুপ করে থাকবে না।’

ডিআর/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর