Logo

রাজনীতি

নির্বাচনে আ.লীগ ও সহযোগীদের অযোগ্য ঘোষণা চাইলেন রাশেদ খান

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১৫:৩৯

নির্বাচনে আ.লীগ ও সহযোগীদের অযোগ্য ঘোষণা চাইলেন রাশেদ খান

ছবি : বাংলাদেশের খবর

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং ১৪ দলের কোনো দল বা ব্যক্তি যাতে অংশ নিতে না পারে, সে বিষয়ে নির্বাচন কমিশনকে সচেতন ও সোচ্চার ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, ‘আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হলেও তার দোসরদের বিষয়ে এখনো সরকারের অবস্থান অস্পষ্ট।’

সোমবার (২৮ জুলাই) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ২০২৪ অর্থবছরের আর্থিক বিবরণী জমা দেওয়ার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

রাশেদ খান জানান, ‘আমরা প্রধান নির্বাচন কমিশনারকে জিজ্ঞেস করেছি, আওয়ামী লীগের সহযোগী দলগুলোর (জাতীয় পার্টি ও ১৪ দল) বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হবে। তিনি জানিয়েছেন, সরকারের সিদ্ধান্ত ছাড়া কমিশনের কিছুই করার নেই।’

তিনি বলেন, ‘যেমনভাবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হয়েছে, তেমনি জাতীয় পার্টি এবং ১৪ দলের নিবন্ধনও স্থগিত করতে হবে। সরকার যদি কাল নিষেধাজ্ঞা দেয়, কমিশন পরদিনই পদক্ষেপ নেবে— এমনটাই আমাদের জানানো হয়েছে।’

ডামি প্রার্থী নিয়ে অংশগ্রহণের সম্ভাবনার বিষয়ে জানতে চাইলে রাশেদ বলেন, ‘আমরা প্রশ্ন করেছি, আগামী নির্বাচনে ২০২৪ সালের মতো স্বতন্ত্র প্রার্থী সাজিয়ে অংশ নিতে পারবে কিনা। প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন, যারা পদ-পদবিতে ছিল, তারা নির্বাচনে অংশ নিতে পারবে না।’

গণঅধিকার পরিষদের আর্থিক প্রতিবেদন তুলে ধরে তিনি জানান, ২০২৪ সালের শুরুতে দলের হাতে ছিল ৫ হাজার টাকা। আয় হয়েছে ৪৬ লাখ ৪ হাজার ৩০০ টাকা, ব্যয় হয়েছে ৪৫ লাখ ৯৬ হাজার ৮৮ টাকা। বছরের শেষে উদ্বৃত্ত রয়েছে ১৩ হাজার ২১২ টাকা। একটি স্বীকৃত সিএ ফার্মের মাধ্যমে হিসাব প্রস্তুত করে তা কমিশনে জমা দেওয়া হয়েছে।

রাশেদ খান আরও জানান, তারা সরকারের প্রধান উপদেষ্টার কাছে লিখিতভাবে একটি স্মারকলিপি দেবেন যাতে জাতীয় পার্টি ও ১৪ দলের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের দাবি জানানো হবে।

এসআইবি/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গণঅধিকার পরিষদ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর