Logo

রাজনীতি

‘ন্যায়বিচার না পেয়ে’ এনসিপি ছাড়লেন নীলা ইস্রাফিল

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১৭:৩৩

‘ন্যায়বিচার না পেয়ে’ এনসিপি ছাড়লেন নীলা ইস্রাফিল

নীলা ইস্রাফিল। ছবি : ফেসবুক থেকে সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে সব ধরনের সম্পর্ক ছিন্ন করেছেন দলের আলোচিত নারী নেত্রী নীলা ইস্রাফিল। তিনি অভিযোগ করেছেন, দলে অপরাধীর বিচার হয় না, বরং অপরাধীর পক্ষে দলীয় ছত্রচ্ছায়ায় নীরবতা পালন করা হয়।

সোমবার (২৮ জুলাই) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এনসিপি ত্যাগের ঘোষণা দেন তিনি। সেখানে তিনি লেখেন, ‘আমি নৈতিকতা বেছে নিচ্ছি, দুর্বৃত্ত রাজনীতি নয়। এনসিপি একটি রাজনৈতিক দল, যেখানে অপরাধীর বিচার হয় না, যেখানে একজন নারীকে হেনস্তার পরেও অপরাধীর পক্ষে নীরবতা পালন করা হয়, সেই জায়গায় আমি এক মুহূর্তও থাকতে পারি না।’

তিনি আরো বলেন, একজন নারীকে অপমান, নিপীড়ন ও সামাজিকভাবে ধ্বংসের চেষ্টা করা যে ব্যক্তিসপিটি করেছে, তার বিরুদ্ধে যখন কোনো শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয় না, বরং সে দলীয় ছত্রচ্ছায়ায় বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, সেই দল আর কোনো মতাদর্শ বা ন্যায়বিচারের প্রতিনিধিত্ব করে না।

নীলা ইস্রাফিল এনসিপি ত্যাগের ঘোষণা দিয়ে বলেন, আমি আজ থেকে, এখন থেকেই এনসিপির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করছি। এ দলকে আমি দান (reject) করলাম। আমি ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। আপসহীন প্রতিবাদই আমার অস্ত্র। সত‍্য ও মর্যাদার পথে আমি একা চললেও পিছপা হব না।

নীলার অভিযোগ, একজন নারী নেত্রী হিসেবে তিনি দলে অব্যাহতভাবে কাজ করে এলেও, সহকর্মী সরোয়ার তুষারের কাছে নিপীড়নের শিকার হওয়ার পর তার প্রতি ন্যায়বিচার নিশ্চিত করা হয়নি। অভিযুক্ত ব্যক্তিকে সাময়িকভাবে দল থেকে বহিষ্কার করা হলেও, তিনি দলীয় কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে, নীলা নিজে কোনো সভা, কমিটি বা কর্মসূচিতে যুক্ত থাকার সুযোগ পাচ্ছেন না।

এর আগে রোববার (২৭ জুলাই) দিবাগত রাতে দেওয়া আরেকটি ফেসবুক পোস্টে তিনি প্রশ্ন তোলেন, ‘একজন অভিযুক্ত কীভাবে দলীয় পরিচয়ে মঞ্চে উঠতে পারেন, আর একজন নির্যাতিত নারীকে কেন ন্যায়ের বাইরে রাখা হবে?’

নীলা আরও বলেন, ‘আমার কণ্ঠকে নিস্তব্ধ করে রাখা হয়েছে, যেন আমি অপরাধী, আর অপরাধী যেন নেতা। এটা কি কোনও রাজনৈতিক দলের নৈতিক অবস্থান হতে পারে?’

তিনি দলের উচ্চপর্যায়ের কাছে প্রশ্ন তুলে জানান, এটি শুধু তার একার লড়াই নয়, বরং প্রতিটি প্রতিবাদী নারীর, নির্যাতনের মুখে থাকা প্রতিটি রাজনৈতিক কর্মীর লড়াই।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাতীয় নাগরিক পার্টি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর