
প্রবাসী ভোটাধিকার নিশ্চিত করার দাবি নিয়ে আলোচনার উদ্দেশে বিকেল ৪টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরুদ্দিনের সঙ্গে বৈঠক করবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল।
বুধবার (৩০ জুলাই) দলটির যুগ্ম সদস্য সচিব মুসফিক উস সালেহীন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাংলাদেশ নির্বাচন কমিশন ভবনে আজ বিকেল ৪টায় এনসিপির প্রতিনিধি দল যাবে। বৈঠকে উপস্থিত থাকবেন দলটির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা এবং এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের গ্লোবাল কো অর্ডিনেটর তারিক আদনান মুন।
- এসআইবি/এটিআর