ভারতের সঙ্গে সব অসম চুক্তি বাতিল করুন : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ০৯:২৬

সাভারের আশুলিয়ার বাইপাইলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি : বাংলাদেশের খবর
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ভবিষ্যতে যদি কেউ স্বৈরাচার হয়ে ফিরে আসে, তার পরিণতি শেখ হাসিনার মতোই হবে। পতিত সরকার ভারতের কাছে বাংলাদেশের নদীবন্দর থেকে শুরু করে প্রাণ-প্রকৃতি পর্যন্ত সবকিছু বর্গা দিয়েছিল।
বুধবার (৩০ জুলাই) রাত ৯টার দিকে সাভারের আশুলিয়ার বাইপাইলে এনসিপির পথসভায় তিনি এসব কথা বলেন। এ পথসভার মধ্য দিয়ে শেষ হলো এনসিপির দেশব্যাপী পদযাত্রা কর্মসূচি।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমরা বর্তমান সরকারকে আহ্বান জানাচ্ছি, ভারতের সঙ্গে যেসব অসম চুক্তি হয়েছে বাংলাদেশের জনগণের কল্যাণের জন্য, রাষ্ট্রকে নতুনভাবে সাজানোর জন্য সেই সকল অসম চুক্তি বাতিল করতে হবে। ভারতের সঙ্গে যত চুক্তি হয়েছিল, তা জনগণের সামনে নিয়ে আসতে হবে। আমরা যদি সেসব চুক্তি জনগণের সামনে নিয়ে আসতে পারি, তাহলে জনগণের সামনে উন্মোচন হবে- ভারত কি আমাদের বন্ধু রাষ্ট্র ছিল, নাকি আমাদের শোষণ করেছে।
তিনি বলেন, আমাদেরকে কাঁটা তারের বেড়া দিয়ে, কাঁটা তারে ফেলানির লাশ ফেলে গত ৫০ বছরে বাংলাদেশের জনতার ওপর যে ধরনের নিপীড়ন চালানো হয়েছে আধুনিক সভ্যতার কোনো রাষ্ট্র এমন নির্যাতনের শিকার হয়নি। আজকে আমরা দেখতে পাচ্ছি, ভারতীয় যে নাগরিক বিল রয়েছে, শেখ হাসিনা সেখানে মোদি সরকারের সঙ্গে হাত মিলিয়ে সেখানকার বাঙালি মুসলমানদেরকে রাতের বেলায় বাংলাদেশে পুশইন করার চেষ্টা চালাচ্ছেন।
ভারত সরকারের কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার দাবি জানান এনসিপির এ শীর্ষ নেতা।
তিনি বলেন, আমরা ভারত সরকারকে বলবো, আমরা ভারতীয় জনগণের বিরোধী নই। আমরা আপনাদের সতর্ক করে দিতে চাই, আপনারা দ্রুত বাংলাদেশের সরকারের কাছে শেখ হাসিনাকে ফেরত দিন। কারণ তিনি খুন করে পালিয়েছেন। আমাদের শহিদি মায়েরা শেখ হাসিনার বিচারের জন্য এখনো অপেক্ষারত রয়েছেন। বাংলাদেশে যতদিন শেখ হাসিনার বিচার না হবে, ততদিন ভারত সরকারের কাছ থেকে যে নির্বাচনের কথা বলা হচ্ছে, শহিদি পরিবারের বিচারের আগে বাংলাদেশে সেই নির্বাচন মানা হবে না।
পথসভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, ঢাকা জেলার সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক রাসেল আহমেদ, কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও ঢাকা জেলার যুগ্ম সমন্বয়কারী মেহরাব সিফাত প্রমুখ।
আরিফুল ইসলাম সাব্বির/এমবি