Logo

রাজনীতি

ঢামেকে ভুয়া চিকিৎসক সেজে প্রতারণা, আটক ২

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১১:১১

ঢামেকে ভুয়া চিকিৎসক সেজে প্রতারণা, আটক ২

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) থেকে এক ভুয়া চিকিৎসক ও তার সহযোগীকে আটক করেছে পুলিশ। বুধবার (৩০ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে ঢামেকের ২ নম্বর ভবনের নিচতলা থেকে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক।

আটকরা হলেন, মৌলভীবাজার জেলার রাজনগর থানার রানেশ চন্দ্র দারের ছেলে সজিব দাস পার্থ (২১) ও চট্রগ্রামের রাঙ্গুনিয়া থানার বাসিন্দা মানিক মিয়া (২২) ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সজিব চিকিৎসকের অ্যাপ্রোন পরে রোগীদের সঙ্গে কথা বলছিলেন, আর মানিক ছিলেন সাধারণ পোশাকে। একপর্যায়ে তারা হুইলচেয়ারে বসা কুলসুম বেগম (৫৪) নামে এক রোগীকে জোরপূর্বক হাঁটানোর চেষ্টা করেন। এতে তিনি পড়ে যান। এরপর তারা পালানোর চেষ্টা করলে আনসার সদস্যরা তাদের ধরে ফেলে।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে আনসার সদস্যদের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদে তারা নিজেদের চিকিৎসক পরিচয় দিলেও কোনো প্রকার পরিচয়পত্র দেখাতে পারেননি।

ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ মো. ফারুক বলেন, প্রাথমিকভাবে তারা চিকিৎসক দাবি করলেও যাচাইয়ে তা মিথ্যা প্রমাণিত হয়। আমরা তাদের শাহবাগ থানায় হস্তান্তরের প্রক্রিয়া নিচ্ছি। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজ আটক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর