সাদিক কায়েম কোনো সমন্বয়ক ছিলেন না : নাহিদ ইসলাম

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১৩:২৩

নাহিদ ইসলাম ও সাদিক কায়েম | ছবি কোলাজ : বাংলাদেশের খবর
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, ‘ ছাত্রশিবির নেতা সাদিক কায়েম কোনো সমন্বয়ক ছিলেন না।’ বৃহস্পতিবার (৩১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে এ কথা বলেন তিনি।
স্ট্যাটাসে নাহিদ লিখেছেন, ‘সাদিক কায়েম বৈষম্যেবিরোধী ছাত্র আন্দোলনের কোনো সমন্বয়ক ছিল না। কিন্তু ৫ই অগাস্ট থেকে এই পরিচয় সে ব্যবহার করেছে। অভ্যুত্থানে শিবিরের গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে সাদিক কায়েমকে প্রেস ব্রিফিংয়ে বসার ব্যবস্থা করা হয়। কিন্তু সাদিক কায়েমরা অভ্যুত্থানপরবর্তী সময়ে ঢালাও প্রচারণা করেছে যে, এই অভ্যুত্থানে ঢাবি শিবিরই নেতৃত্ব দিয়েছে। আমরা সামনে শুধু পোস্টার ছিলাম।’
নাহিদ আরও বলেন, ‘অভ্যুত্থানে শিবিরের ভূমিকা কেউ অস্বীকার করে নাই। কিন্তু এই অভ্যুত্থান শিবিরের একক নয়, শিবিরের ইনস্ট্রাকশন বা ডিরেকশনও হয় নাই। আমরা সব পক্ষের সাথে যোগাযোগ করেই সিদ্ধান্ত নিতাম। আর কারা ক্ষমতার ভাগ-বাটোয়ারা করতে চাইছে, গোষ্ঠী স্বার্থ রক্ষা করতে চাইছে সে বিষয়ে অন্যদিন বলব।’
- ডিআর/এটিআর