Logo

রাজনীতি

‘ভোটের অনুপাতে উচ্চকক্ষ গঠন হলে নতুন স্বৈরাচারের জন্ম হবে না’

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ২১:২১

‘ভোটের অনুপাতে উচ্চকক্ষ গঠন হলে নতুন স্বৈরাচারের জন্ম হবে না’

শাকিল উজ্জামান। ছবি : বাংলাদেশের খবর

ভোটের অনুপাতে উচ্চকক্ষ গঠিত হলে নতুন স্বৈরাচারের জন্ম হবে না বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান।

বৃহস্পতিবার (৩১ জুলাই ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের আলোচনায় শেষে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।  

শাকিল উজ্জামান বলেন, ‘ভোটের অনুপাতে সংখ্যানুপাতিক পদ্ধতিতে ১০০ আসনে উচ্চকক্ষ গঠিত হবে। ভোটের অনুপাতে উচ্চকক্ষের সংখ্যানুপাতিক নির্বাচন আমাদের দীর্ঘ দিনের দাবি ছিল। ভোটের অনুপাতে উচ্চ কক্ষের ভিত্তিতে সংখ্যানুপাতিক নির্বাচন বাস্তবায়ন হলে কেউ ফ্যাসিবাদী হয়ে উঠতে পারবে না।  

তিনি আরও বলেন, ‘বিগত সময়ে আমরা দেখেছি ফ্যাসিবাদী স্বৈরাচারী হাসিনা ক্ষমতা এসে জনগণের ম্যানডেট ছাড়াই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে নিজের অধীনে ভোট ডাকাতি করে ক্ষমতায় এসে স্বৈরাচারী কায়দায় জনগণের উপর জুলুম নির্যাতন চালিয়েছে। উচ্চ কক্ষে ভোটের অনুপাতে সংখ্যানুপাতিক নির্বাচন হলে শেখ হাসিনার মত কেউ আর স্বৈরাচার হতে পারবে না।’

  • এএইচএস/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গণঅধিকার পরিষদ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর