Logo

রাজনীতি

সমাবেশ শেষে সড়ক পরিষ্কার করলেন বিএনপি নেতা

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ১৪:৫৪

সমাবেশ শেষে সড়ক পরিষ্কার করলেন বিএনপি নেতা

জুলাই গণঅভ্যুত্থান মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশ শেষে ব্যতিক্রমী এক নজির গড়লেন সংগঠনের সদস্য সচিব মোস্তফা জামান। শুক্রবার (১ আগস্ট) রাতে আজিমপুর ক্রিসেন্ট হাসপাতালের সামনে অনুষ্ঠিত সমাবেশের পর সড়কে পড়ে থাকা ব্যানার, ফেস্টুন ও অন্যান্য বর্জ্য সরিয়ে ফেলেন তিনি নিজ হাতে। তার এই উদ্যোগে সঙ্গে যোগ দেন দলের অন্যান্য নেতাকর্মীরাও।

সমাবেশ শেষে সড়ক পরিস্কার কার্যক্রমের নেতৃত্ব দেন মোস্তফা জামান নিজেই। পরে ট্রাফিক পুলিশের সহায়তায় সমাবেশস্থলের মঞ্চ সরিয়ে উন্মুক্ত করে দেওয়া হয় জনসাধারণের চলাচলের জন্য। এতে দ্রুত সময়েই সড়কটি আগের রূপ ফিরে পায়।

মোস্তফা জামান বলেন, ‘আমরা চাই না আমাদের কোনো কর্মসূচির কারণে জনদুর্ভোগ হোক। তাই অনুষ্ঠান শেষে সঙ্গে সঙ্গে আমরা সড়কটি পরিষ্কার করে দিয়েছি। মানুষ এখন অনেক সচেতন, আমরাও রাজনৈতিক আচরণে পরিবর্তন আনতে চাই।’

তিনি আরও বলেন, ‘অনুষ্ঠানে আগত অনেকেই খাবারের খোসা, পোস্টার বা ব্যানার ছড়িয়ে ফেলেছেন। সেগুলোর কারণে কেউ যেন দুর্ভোগে না পড়েন, সেই চিন্তা থেকেই আমরা সিটি কর্পোরেশনের কর্মীদের সঙ্গে মিলে পরিষ্কার করেছি। এখন সড়কে কোনো ধরনের ময়লা নেই।’

প্রায় পঞ্চাশ হাজার মানুষের সমাগম ঘটে এই সমাবেশে। বিকেল তিনটায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব মোস্তফা জামান।

রাজনীতিতে শৃঙ্খলা ও দায়িত্বশীলতার নতুন বার্তা দিয়ে উত্তর বিএনপির এই উদ্যোগ সামাজিক মাধ্যমে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই মোস্তফা জামানের ব্যক্তিগত অংশগ্রহণকে ‘প্রকৃত নেতৃত্বের প্রতিফলন’ বলে উল্লেখ করেছেন।

এএইচএস/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর