Logo

রাজনীতি

জুলাই সনদে রাজনৈতিক উত্তেজনা : ঐক্যমতের ছায়ায় গোপন বিভাজন

নুর মোহাম্মদ মিঠু

নুর মোহাম্মদ মিঠু

প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ১৯:৫৭

জুলাই সনদে রাজনৈতিক উত্তেজনা : ঐক্যমতের ছায়ায় গোপন বিভাজন

একদিকে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘নতুন বাংলাদেশ’ গড়ার ডাক দিয়েছে, অন্যদিকে শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদলের ‘অন্তর্জ্বালাময়’ শক্তি প্রদর্শনের আহ্বান। আগামীকাল রোববার (৩ আগস্ট) রাজধানীর দুই গুরুত্বপূর্ণ স্থানে পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে উত্তপ্ত হতে যাচ্ছে দেশের রাজনৈতিক পরিমণ্ডল। একই দিনে এ দুটি সমাবেশ দেশের রাজনৈতিক ক্যালেন্ডারের গুরুত্বপূর্ণ মুহূর্ত হয়ে উঠতে পারে।

অন্তবর্তী সরকারের ৫ আগস্ট ‘জুলাই সনদ’ ঘোষণা করার আগে ৩ আগস্টের এই পাল্টাপাল্টি সমাবেশ নিয়ে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে উঠেছে। বিশ্লেষকরা বলছেন, এই দিনটি হতে পারে নতুন বাংলাদেশের নেতৃত্ব ও ভবিষ্যৎ দিশারী নির্ধারণের মাইলফলক।

সংশ্লিষ্টদের মতে, ‘জুলাই সনদ’ ঘিরে রাজনীতির হাওয়া ফেরার আগেই দুই প্রধান রাজনৈতিক সংগঠন নিজেদের অবস্থানকে শক্তিশালী করার জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে। এনসিপি ও জাতীয়তাবাদী ছাত্রদল দুই পক্ষেই বড় ধরনের রাজনৈতিক শক্তি প্রদর্শনের উদ্যোগ নিয়েছে।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, রোববারের সমাবেশ হবে ‘ফ্যাসিস্ট শাসন পতনের এক দফা’ উদযাপন ও ‘নতুন বাংলাদেশ’ গঠনের রূপরেখা ঘোষণা করার মঞ্চ। তিনি স্পষ্ট করেছেন, অন্তবর্তী সরকার যদি ৫ আগস্টের আগেই ‘জুলাই সনদ’ ঘোষণা না করে, তাহলে জনগণের পক্ষ থেকে এনসিপি বিকল্প সনদ ঘোষণা করবে। তাদের এ সমাবেশে মূলত রাজনৈতিক দাবিকে নতুন মাত্রা দেওয়া হবে।

অন্যদিকে শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদল ‘জুলাই গণ-অভ্যুত্থান’ এর বর্ষপূর্তি উপলক্ষে পাল্টা ছাত্রসমাবেশ আয়োজন করেছে। এ সমাবেশে ভার্চুয়ালি অংশ নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শহীদ পরিবার, আহত ও দেশের বিভিন্ন অঞ্চলের ছাত্রদল নেতাকর্মীদের উপস্থিতি সমাবেশকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। ছাত্রদল নেতারা সমাবেশে শান্তিপূর্ণ ও সুবিন্যস্ত পরিবেশ বজায় রাখতে ছয় দফা নির্দেশনা দিয়েছেন। এর মধ্যে রয়েছে সমাবেশে ব্যানার-ফেস্টুন না আনা, শোডাউন না করা, বিশ্ববিদ্যালয় এলাকায় গাড়ি প্রবেশ না করানো এবং সমাবেশস্থল পরিচ্ছন্ন রেখে যাওয়া। সব ইউনিটকে নির্দিষ্ট সময়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।

চট্টগ্রাম থেকে ২০ বগির বিশেষ ট্রেন ভাড়া করে শাহবাগের সমাবেশে অংশগ্রহণ নিশ্চিত করেছে চট্টগ্রাম ছাত্রদল। রংপুর, রাজশাহী, খুলনা, বরিশালসহ বিভিন্ন বিভাগ থেকেও নেতাকর্মীরা শনিবার রাতেই ঢাকা রওনা হবেন। 

ছাত্রদলের যুগ্ম সম্পাদক সালেহ মোহাম্মদ আদনান বাংলাদেশের খবরকে বলেছেন, ‘জুলাই গণঅভ্যুত্থান’ কোনো এক দলের নয়, বরং জাতি ও ধর্ম নির্বিশেষে সবাই মিলিত হয়েছিল জাতীয় জাগরণের জন্য। কেউ যদি এই আন্দোলনকে কুক্ষিগত করার চেষ্টা করে, ছাত্রদল তার প্রতিবাদ করবে। 

তবে সাম্প্রতিক সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, ‘জুলাই সনদ’ নিয়ে দলগুলো প্রকাশ্যে ঐকমত্য দেখালেও অভ্যন্তরে মতবিরোধ রয়েছে। বিএনপি সনদ ঘোষণার পদ্ধতি ও ভাষা নিয়ে আপত্তি জানিয়েছে। ফলে ছাত্রদল রাজপথে শক্তি প্রদর্শনে মরিয়া হলেও বিএনপির অভ্যন্তরীণ দ্বিধা রাজনৈতিক বিশ্লেষকদের নজর কাড়ছে।

এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক কৈলাশ চন্দ্র রবিদাস বাংলাদেশের খবরকে বলেন, আগামীকাল দলের ইশতেহার ঘোষণা ও ‘নতুন বাংলাদেশ’ গঠনে দলের পরিকল্পনা তুলে ধরা হবে।

তিনি আরও বলেন, ‘অন্তবর্তী সরকার ৫ আগস্ট ‘জুলাই সনদ’ ঘোষণা করবে, তাই আমরা রোববারের সমাবেশে সনদের বাস্তবায়ন ও এর স্পিরিটের ওপর গুরুত্বারোপ করব।’

তিনি যোগ করেন, ‘সরকার নির্ধারিত সময়ে সনদ ঘোষণা করলে আমরা সেটির বাস্তবায়নে সহযোগিতা করব, আর না করলে বিকল্প পদক্ষেপ গ্রহণ করবো।’

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ৩ আগস্টের এই পাল্টাপাল্টি সমাবেশ আগামী দিনের রাজনীতিতে নতুন দৃষ্টিভঙ্গি ও নেতৃত্ব নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

এনএমএম/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ছাত্রদল জাতীয় নাগরিক পার্টি জুলাই অভ্যুত্থান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর