শাহবাগে ছাত্র সমাবেশ, পরীক্ষার দিনে রাজধানীজুড়ে তীব্র যানজট

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ১১:৫৪

ছবি : বাংলাদেশের খবর
রাজধানীর শাহবাগ ও আশপাশের এলাকায় একাধিক রাজনৈতিক কর্মসূচি ঘিরে রোববার (৩ আগস্ট) সকাল থেকেই সৃষ্টি হয়েছে তীব্র যানজট। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এইচএসসি ও বিসিএস পরীক্ষার্থীসহ অফিসগামী মানুষজন।
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদলের ‘ছাত্র সমাবেশ’ এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই ঘোষণাপত্র’ বাস্তবায়নের দাবিতে পৃথক জনসমাবেশের কারণে শহীদ মিনার, শাহবাগ, টিএসসি ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় যানচলাচলে ব্যাপক বিঘ্ন ঘটে।
সকালে রাজধানীর কল্যাণপুর, শ্যামলী, বিজয় সরণি, ফার্মগেট, নিউ মার্কেট, বাংলামোটরসহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ির দীর্ঘ সারি। যাত্রীরা নির্ধারিত সময়ের অনেক পরও গন্তব্যে পৌঁছাতে পারেননি।
কারওয়ান বাজারমুখী যাত্রী শামীম হোসেন বলেন, ‘আজ আমার ভাইভার দিন। কিন্তু গাড়িতে দাঁড়ানোরও জায়গা নেই। কখন পৌঁছাব— তা বলা মুশকিল।’
সিএনজি অটোরিকশাচালক শাহ আলম জানান, ‘টেকনিক্যাল থেকে শ্যামলী আসতে ৩৫ মিনিট লেগেছে, যেখানে স্বাভাবিক সময়ে ১০ মিনিট লাগে।’
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানায়, সকাল থেকে সমাবেশগুলোর কারণে শাহবাগ ও তার আশপাশের এলাকায় যানচলাচল সীমিত রাখা হয়েছে। যাত্রীদের বিকল্প পথে চলাচলের জন্য ডাইভারশন নির্দেশনা দেওয়া হয়েছে।
ডিএমপির ডাইভারশন নির্দেশনা
- ইন্টারকন্টিনেন্টাল মোড় : শাহবাগমুখী যানবাহন হেয়ার রোড বা মিন্টু রোড দিয়ে চলবে।
- কাঁটাবন মোড় : যানবাহনকে নীলক্ষেত-পলাশী বা বাংলামোটর লিংক রোড ব্যবহারের অনুরোধ।
- মৎস্যভবন মোড় : শাহবাগের পরিবর্তে হেয়ার রোড ও কদম ফোয়ারা হয়ে চলাচলের পরামর্শ।
- টিএসসি/রাজু ভাস্কর্য : দোয়েল চত্বর বা নীলক্ষেত হয়ে গন্তব্যে যাওয়া যাবে।
- শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকা : সংশ্লিষ্ট রাস্তাগুলো এড়িয়ে চলার অনুরোধ জানানো হয়।
নগরবাসী ও অভিভাবকরা মনে করছেন, একইদিনে একাধিক বড় রাজনৈতিক কর্মসূচির কারণে জনগণের ভোগান্তি বেড়ে গেছে। বিশেষ করে পরীক্ষার দিনে এমন পরিস্থিতি সরকারের সমন্বয়হীনতারই বহিঃপ্রকাশ বলে মনে করছেন অনেকে।
এনএমএম/এমএইচএস