
ছবি : বাংলাদেশের খবর
‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি’ উপলক্ষে আয়োজিত সমাবেশ ঘিরে শাহবাগে নেতাকর্মীদের ঢল নেমেছে। আজ রোববার (৩ আগস্ট) সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা ও মহানগর থেকে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীরা দলে দলে সেখানে জড়ো হতে থাকেন।
সমাবেশ শুরুর আগেই পুরো এলাকা মুখর হয়ে ওঠে। মঞ্চ ও সাউন্ড সিস্টেম প্রস্তুতির সময় থেকেই নেতাকর্মীদের স্লোগান ও উপস্থিতিতে শাহবাগ পরিণত হয়েছে বিশাল জনসমুদ্রে।
ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক বায়জিদ নসির বলেন, ‘সারাদেশ থেকে আমাদের নেতাকর্মীরা এসেছেন। শাহবাগ জনসমুদ্রে পরিণত হয়েছে। আমরা কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী শান্তিপূর্ণভাবে অবস্থান করবো।’
সমাবেশস্থল ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সকাল থেকেই শাহবাগ, টিএসসি ও আশপাশের সড়কে যানজটের সৃষ্টি হয়েছে।
এনএমএম/এমএইচএস