সীমানা পুনর্নির্ধারণে বিএনপির ৫ সদস্যের কমিটি

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ১৩:৩৪

ছবি : সংগৃহীত
নির্বাচন কমিশনের (ইসি) সাম্প্রতিক সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণ সংক্রান্ত খসড়া প্রস্তাব পর্যালোচনা ও দলের অবস্থান নির্ধারণে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
রবিবার (৩ আগস্ট) দলের মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গঠিত কমিটিতে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে আহ্বায়ক এবং সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির বাকি সদস্যরা হলেন—ড. মো. জকোরিয়া, মো. সামসুল আলম এবং ওবায়েলাত হোসেন মৃধা।
সম্প্রতি নির্বাচন কমিশন দেশের ৪০টি সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণ করে একটি খসড়া প্রকাশ করেছে। সংশোধিত আসনগুলোর মধ্যে রয়েছে: পঞ্চগড়-১ ও ২; রংপুর-৩; সিরাজগঞ্জ-১ ও ২; বাগেরহাট-২ ও ৩; সাতক্ষীরা-৩ ও ৪; শরীয়তপুর-২ ও ৩; ঢাকা-২, ৩, ৭, ১০, ১৪ ও ১৯; গাজীপুর-১, ২, ৩, ৫ ও ৬; নারায়ণগঞ্জ-৩, ৪ ও ৫; সিলেট-১ ও ৩; ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩; কুমিল্লা-১, ২, ৯, ১০, ১১; নোয়াখালী-১, ২, ৪ ও ৫; এবং চট্টগ্রাম-৭ ও ৮।
ইসির এই প্রস্তাব নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও সংস্থার কাছ থেকে লিখিত মতামত আহ্বান করেছে কমিশন। বিএনপির এই কমিটি প্রস্তাব পর্যালোচনা করে দলীয় সিদ্ধান্ত নির্ধারণে ভূমিকা রাখবে বলে জানা গেছে।
এসআইবি/এমএইচএস