Logo

রাজনীতি

গণঅভ্যুত্থানের পর ইতিবাচক রাজনীতি শুরু হয়েছে : ছাত্রদল

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ১৪:০৮

গণঅভ্যুত্থানের পর ইতিবাচক রাজনীতি শুরু হয়েছে  : ছাত্রদল

ছবি : বাংলাদেশের খবর

গণঅভ্যুত্থানের পর দেশের রাজনীতিতে ইতিবাচক ধারা সূচিত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

রোববার (৩ আগস্ট) দুপুরে রাজধানীর শাহবাগে আয়োজিত ছাত্রসমাবেশের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

নাছির বলেন, ‘গত ১৭ বছরে বিএনপি কোনো কর্মসূচি ঘোষণা করলে সরকার পাল্টা কর্মসূচি দিয়ে সেটি বানচাল করার চেষ্টা করতো। এখন আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছি এবং অন্য সংগঠনের জন্য জায়গা ছেড়ে দিয়ে রাজনৈতিক সহনশীলতার দৃষ্টান্ত স্থাপন করেছি।’

তিনি জানান, “‘একটি নতুন রাজনৈতিক দলকে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করতে দেওয়ার স্বার্থে আমরা আমাদের পূর্বনির্ধারিত কর্মসূচি শাহবাগে সরিয়ে নিয়েছি। এর মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যে গণতান্ত্রিক রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন এসেছে।’

ছাত্রদলের এই নেতা আরও বলেন, “যারা গণঅভ্যুত্থানকে ‘একক মালিকানা’ দাবি করছে, তারা বিভাজনের রাজনীতিকে উৎসাহিত করছে। কিন্তু ছাত্রদল সবসময় ফ্যাসিবাদবিরোধী বৃহত্তর ঐক্যে বিশ্বাস করে।”

তিনি আশা প্রকাশ করেন, ভোটাধিকার থেকে বঞ্চিত তিনটি প্রজন্মের তরুণদের অংশগ্রহণে এই সমাবেশ একটি ইতিহাস গড়বে।

সমাবেশকে ঘিরে জনদুর্ভোগ যেন না হয়, সে বিবেচনায় সন্ধ্যা ৬টার মধ্যেই কর্মসূচি শেষ করা হবে বলেও প্রতিশ্রুতি দেন নাছির উদ্দীন।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ছাত্রদল

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর