শাহবাগে ছাত্রদল নেতাকর্মীদের ঢল, প্রস্তুত সমাবেশের মঞ্চ

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ১৫:১১
-688f27db6b1d3.jpg)
ছবি : বাংলাদেশের খবর
জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে রাজধানীর শাহবাগে রোববার (৩ আগস্ট) বিকেলে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচি ঘিরে ঢাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। যদিও মূল সমাবেশ শুরু হওয়ার কথা ছিল বিকেলে, দুপুরের আগেই সমাবেশস্থল হয়ে ওঠে ছাত্রদল নেতাকর্মীদের পদচারণায় মুখর।
শাহবাগ মোড়, মৎস্য ভবন, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, কাঁটাবন, টিএসসি—চারপাশজুড়ে ব্যানার, প্ল্যাকার্ড ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। ঢাকার বাইরের জেলা থেকেও বিপুল সংখ্যক নেতাকর্মী এসে যোগ দেন এই আয়োজনে। ফ্যাসিবাদবিরোধী নানা স্লোগানের পাশাপাশি উঠে আসে তারেক রহমানকে ঘিরে আবেগঘন বক্তব্য ও প্রতিশ্রুতি।
“তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে”, “তারেক রহমানের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই”— এমন স্লোগানে প্রকম্পিত হয়েছে শাহবাগ।
ছাত্রদল নেতাদের ভাষ্যমতে, বিগত এক যুগে বারবার সমাবেশ করতে বাধাগ্রস্ত হয়েছে সংগঠনটি। এবারকার আয়োজন তাদের ‘রাজপথে ফিরে আসার’ প্রতীকী ঘোষণা হিসেবে দেখা হচ্ছে। তারা বলছেন, জুলাই অভ্যুত্থানের চেতনা শুধু অতীত স্মরণ নয়, এটি বর্তমান প্রজন্মের ভোটাধিকার, অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ের কেন্দ্রবিন্দু।
ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন বলেন, “এটি শুধু ছাত্র সমাবেশ নয়, এটি তরুণ প্রজন্মের রাজনৈতিক অধিকার আদায়ের জাগরণ। তিনটি জাতীয় নির্বাচনে ভোট দিতে না পারা যুবসমাজ আজ নতুন করে সংগঠিত হচ্ছে।”
সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য দেবেন- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একইসঙ্গে মঞ্চে থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ছাত্রদলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ এবং জুলাই অভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্যরা।
এদিকে শাহবাগের সমাবেশ এবং একই সময় শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টির কর্মসূচিকে কেন্দ্র করে কেন্দ্রীয় ঢাকায় নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্রে জানা গেছে, শাহবাগ, শহীদ মিনার এবং সোহরাওয়ার্দী উদ্যান ঘিরে মোতায়েন করা হয়েছে প্রায় ১৪ হাজার পুলিশ সদস্য। এদের মধ্যে ৮ হাজার ইউনিফর্মধারী এবং ৬ হাজার সাদা পোশাকে অবস্থান করছেন।
নিরাপত্তা নিশ্চিত করতে এসব এলাকায় যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। ট্রাফিক পুলিশ বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি জোরদার করেছে। ঘটনাস্থলে অবস্থান করছে র্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও।
নিরাপত্তা জোরদার করলেও রাজধানীতে জনমনে চাপা উদ্বেগ বিরাজ করছে। পরিবহন চলাচল কমে গেছে, আশপাশের দোকানপাট বন্ধ রয়েছে। বিকেলের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
- এনএমএম/এমআই