Logo

রাজনীতি

নেতাকর্মীদের প্রতি এনসিপির জরুরি নির্দেশনা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ১৫:৪২

নেতাকর্মীদের প্রতি এনসিপির জরুরি নির্দেশনা

জাতীয় নাগরিক পার্টির লোগো।

‘জুলাই ঘোষণাপত্র ও সনদ’-এর দাবিতে আজ রোববার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র জনসমাবেশ। এই সমাবেশকে ঘিরে দলটির সদস্যসচিব আখতার হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে ৭ দফা জরুরি নির্দেশনা দিয়েছেন।

নির্দেশনায় অংশগ্রহণকারী সবাইকে সর্বোচ্চ শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে এবং পাশাপাশি বিশ্ববিদ্যালয় এলাকা ও আশপাশে চলমান অন্যান্য রাজনৈতিক কর্মসূচির প্রতি সংবেদনশীল থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

নির্দেশনার মূল ৭ দফা

  • ১. অবস্থান নির্দিষ্ট স্থানে
    ঢাকাসহ অন্যান্য জেলা থেকে আগত নেতাকর্মীরা কেবল কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অবস্থান করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে অবস্থান না করার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
  • পরিবেশ পরিচ্ছন্ন রাখা
    সবার সঙ্গে থাকা পানির বোতল, প্যাকেট বা অন্যান্য ময়লা নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। এলাকা অপরিচ্ছন্ন রাখা যাবে না।
  • অপরিচিতদের সাথে যোগাযোগ
    ভিন্ন ইউনিটের নেতাকর্মীদের চেনার চেষ্টা করতে হবে। অপরিচিত কাউকে দেখে অস্বস্তি বা দ্বন্দ্ব নয়, বরং সৌজন্যমূলক আচরণ করতে হবে।
  • আচরণে সতর্কতা
    কোনো ধরনের অসদাচরণ বা উত্তেজনাকর আচরণ বরদাশত করা হবে না। পুরো কর্মসূচিজুড়ে ভদ্রতা ও সহনশীলতা বজায় রাখার নির্দেশনা রয়েছে। 
  • সুশৃঙ্খল আচরণ বজায়
    আশেপাশে অন্যান্য সংগঠনের কর্মসূচি থাকায় সবার প্রতি সংবেদনশীল থেকে নিজ কর্মসূচি সফল করার অনুরোধ জানানো হয়েছে। 
  • বক্তব্যে নিরব শ্রোতা হওয়া
     সমাবেশ চলাকালীন বক্তব্য বা স্লোগান শুনে উত্তেজিত না হয়ে শান্তভাবে সাড়া দেওয়ার অনুরোধ করা হয়েছে। দলীয় ভাবমূর্তি যেন অক্ষুণ্ন থাকে, সেদিকে নজর দিতে বলা হয়েছে।
  •  অবস্থান বিন্যাস
    ভিড় ও বিশৃঙ্খলা এড়াতে অংশগ্রহণকারী ইউনিটগুলোর জন্য নির্দিষ্ট অবস্থান চিহ্নিত করা হয়েছে- ডানপাশে: ঢাকা মহানগর উত্তর ইউনিট, বামপাশে: ঢাকা মহানগর দক্ষিণ ইউনিট, সর্ববামে: ছাত্র ইউনিট, পেছনে: যুবশক্তি ও শ্রম উইং, আইন ভবনের সামনের রাস্তা: উত্তরাঞ্চলীয় ইউনিট, জগন্নাথ হল রাস্তা: দক্ষিণাঞ্চলীয় ইউনিট। 

এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, এই নির্দেশনাগুলো দলীয় শৃঙ্খলা রক্ষার অংশ এবং একটি ভবিষ্যতমুখী রাজনৈতিক সংস্কৃতির প্রতিচ্ছবি হিসেবেই এগুলো জারি করা হয়েছে।

  • এনএমএম/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাতীয় নাগরিক পার্টি জুলাই অভ্যুত্থান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর