দেশবিরোধী শক্তির কাছে কখনো মাথা নত করব না : মির্জা ফখরুল

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ১৭:৪৬
-(8)-688f4c2c2b4e2.jpg)
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : বাংলাদেশের খবর
দেশবিরোধী শক্তির কাছে কখনো মাথা নত করব না বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (৩ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘আজকের এই সমাবেশ থেকেই আমাদের শপথ নিতে হবে, দেশবিরোধী শক্তির কাছে কখনো মাথা নত করব না। কখনো শেখ হাসিনাকে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দেব না। আমরা আমাদের দেশকে নিজেরাই স্বয়ংসম্পূর্ণ করে গড়ে তুলবো। আজকের সমাবেশ হচ্ছে নতুন সূর্যোদয়ের প্রতীক।’
ছাত্রদল নেতাকর্মীদের উদ্দেশে ফখরুল বলেন, নতুন একটা সূর্য উঠেছে। এই সূর্য আলোকিত করবে আমাদের সবাইকে। এই সূর্য নতুন দিগন্তের সূচনা করেছে। আমাদের সামনে এসেছে একটি ঐতিহাসিক সুযোগ- দেশটাকে নতুনভাবে গড়ে তোলার।
তিনি আরও বলেন, আমাদের ছাত্র ভাইয়েরা রক্ত দিয়েছে, নির্যাতন সহ্য করেছে, কারাগারে গেছে। ছাত্রদলের এমন কোনো নেতাকর্মী নেই যারা জেল খাটেনি। আজকের দিনটা আনন্দের, আবার এক বছরের সেই দুঃসহ স্মৃতির দিনও বটে-যেদিন আমরা আমাদের ভাইদের হারিয়েছিলাম।
বক্তব্যের এক পর্যায়ে বিএনপি মহাসচিব বলেন, আমাদের পাশের দেশে, ভারতবর্ষে ফ্যাসিস্ট শেখ হাসিনা আশ্রয় নিয়েছেন। সেখান থেকে হুমকি দিচ্ছেন, বাংলাদেশে আক্রমণ করবেন- এমন ইঙ্গিতও পাওয়া যাচ্ছে। তাদের সহযোগিতায় এই দেশে অস্থিতিশীলতা তৈরিরও চেষ্টা চলছে।
সমাবেশে মির্জা ফখরুল বলেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠাতব্য নির্বাচনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে অংশ নেবেন এবং বিজয়ী হবেন-এটাই আমাদের প্রত্যাশা।
তিনি মনে করিয়ে দেন, আজকের ছাত্রদল আর এক যুগ আগের ছাত্রদল নয়। তারা সংঘাত নয়, আদর্শিক লড়াইয়ে বিশ্বাস করে। তারা বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার জন্য প্রস্তুত।
- এনএমএম/এমআই