এই দেশের ভবিষ্যৎ তরুণদের হাতে : তারেক রহমান

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ১৮:৩৮
-(10)-688f583f70f8f.jpg)
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত
এই দেশের ভবিষ্যৎ তরুণদের হাতে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর শাহবাগে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত জাতীয়তাবাদী ছাত্রদলের ছাত্র সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন। এটি বিএনপির মাসব্যাপী কর্মসূচির অংশ ছিল।
তারেক রহমান বলেন, ‘এই দেশের ভবিষ্যৎ তরুণদের হাতে। তোমাদের প্রথম ভোট হোক শহীদদের রক্তের মর্যাদা রক্ষার জন্য, হোক ধানের শীষের পক্ষে।’
তিনি বলেন, গত দেড় দশকে চার কোটির বেশি নতুন ভোটার ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। এবার জাতীয় নির্বাচন সামনে। এবারই সময়-হারানো অধিকার ফিরিয়ে আনার। তোমাদের প্রথম ভোট হবে তোমাদের অধিকার প্রতিষ্ঠার হাতিয়ার।
তিনি আরও বলেন, আজ আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি-আমাদের প্রথম ভোট হবে বাংলাদেশের পুনর্গঠনের জন্য। আমাদের প্রথম ভোট হবে শহীদদের রক্তের মর্যাদা রাখার জন্য। ইনশাআল্লাহ, সেই ভোট ধানের শীষের জন্যই হবে।
তারেক রহমানের বক্তব্যে উঠে আসে একটি নতুন বাংলাদেশ নির্মাণের প্রত্যয়। তিনি বলেন, এই দেশের ভবিষ্যৎ তরুণদের হাতেই। ছাত্রদের শপথ নিতে হবে-তারা কখনো স্বৈরাচার বা ফ্যাসিবাদের কাছে মাথানত করবে না।
তিনি মনে করিয়ে দেন, শুধু সংগ্রামের জন্য নয়, পরিবর্তনের জন্যও প্রস্তুত হতে হবে। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করাই হবে আমাদের বিজয়।
এদিন বিকেলে আয়োজিত ছাত্রদলের সমাবেশ ছিল ব্যতিক্রমী। ছিল না কোনো ব্যানার, পোস্টার বা মিছিলের আনুষ্ঠানিকতা। সংগঠনের কেন্দ্রীয় নির্দেশনায় এই সমাবেশকে রাখা হয় শৃঙ্খলাবদ্ধ ও বক্তব্যনির্ভর।
বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় ছাত্রদল ও বিএনপির শীর্ষ নেতারা।
- এনএমএম/এমআই