Logo

রাজনীতি

নেতাকর্মীদের বাধা দিলে ছাড় নয় : হাসনাতের হুঁশিয়ারি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ১৯:০৮

নেতাকর্মীদের বাধা দিলে ছাড় নয় : হাসনাতের হুঁশিয়ারি

হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের পথে বাধা দেওয়ার অভিযোগ তুলে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দলটির শীর্ষ নেতা হাসনাত আবদুল্লাহ।

তিনি বলেন, “টেকনাফ থেকে তেতুলিয়া, রুপসা থেকে পাথরিয়া—আমাদের একজন নেতাকর্মীর দিকেও যদি কেউ চোখ তুলে তাকায়, আমরা কাউকে ছাড় দেব না।”

আজ রোববার (৩ আগস্ট) বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত জনসমাবেশে বক্তৃতা দিতে গিয়ে এ হুঁশিয়ারি দেন হাসনাত। তিনি দাবি করেন, সারাদেশে এনসিপির সমর্থনে গণজোয়ার তৈরি হয়েছে, অথচ তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে নানাভাবে বাধা দেওয়া হচ্ছে। 

হাসনাত বলেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিকে ঘিরে মাঠে নেমেছে বাধাদানকারী কিছু চক্র। কিন্তু আমি স্পষ্ট করে দিতে চাই—এই দেশ কারও জমিদারি নয়। দেশের জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার পথে কেউ বাধা হয়ে দাঁড়ালে তার জবাব রাজপথেই দেওয়া হবে।

তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা কাউকে ভয় পাবেন না। জনগণের পক্ষে দাঁড়ালে, আপনাদের পেছনে থাকবে সারা দেশের মানুষ।

হাসনাত আবদুল্লাহ তার বক্তব্যে নতুন বাংলাদেশের ইশতেহার এবং জুলাই ঘোষণাপত্র প্রসঙ্গেও কথা বলেন। তিনি বলেন, “আগামী ৫ আগস্ট জাতির সামনে যে রূপরেখা উপস্থাপন করা হবে, তা শুধুই একটি ঘোষণাপত্র নয়—এটি হবে একটি যুগান্তকারী পথনির্দেশনা।

তিনি প্রত্যয় ব্যক্ত করে বলেন, যারা দেশের স্বাধীনতা, গণতন্ত্র আর অর্থনৈতিক অধিকার কেড়ে নিয়েছে, তাদের প্রতিহত করে নতুন বাংলাদেশ গড়াই হবে এনসিপির মূল লড়াই।

  • এনএমএম/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাতীয় নাগরিক পার্টি হাসনাত আবদুল্লাহ সমাবেশ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর