‘জুলাই সনদ’ ঘিরে নাশকতার শঙ্কা নেই, প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী : স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ১৩:৪৫

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী || ছবি : বাংলাদেশের খবর
সরকার মঙ্গলবার (৫ আগস্ট) আনুষ্ঠানিকভাবে ‘জুলাই ঘোষণাপত্র ও সনদ’ ঘোষণা করতে যাচ্ছে। এ উপলক্ষে কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (৪ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
“৩ আগস্টের মতোই শান্তিপূর্ণ থাকবে ৫ আগস্ট”
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘৫ আগস্ট ঘিরে কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই। ৩ আগস্ট ঘিরেও এমন গুজব ছড়ানো হয়েছিল। কিন্তু সবকিছু অত্যন্ত সুশৃঙ্খল ও নিরাপদভাবে সম্পন্ন হয়েছে। আশা করছি, ৫ আগস্টেও একই রকম স্বাভাবিক ও নিরাপদ পরিবেশ থাকবে।’
তিনি আরও বলেন, জুলাই সনদ ঘোষণাকে কেন্দ্র করে সরকার সর্বোচ্চ সতর্ক রয়েছে। নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
লুট হওয়া অস্ত্র উদ্ধার ও বাহিনী বাড়ানো
জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, ‘গত ৫ আগস্টের ঘটনার সময় পুলিশের কিছু অস্ত্র লুট হয়েছিল। সেগুলোর অনেকগুলো এখনও উদ্ধার হয়নি। বিশেষ অভিযানের মাধ্যমে সেগুলো উদ্ধারের চেষ্টা চলছে।’
তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীতে নতুন সদস্য নিয়োগ ও প্রশিক্ষণের কাজ চলমান রয়েছে। এসব সদস্যদের মাধ্যমেই একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন পরিচালনার প্রস্তুতি নিচ্ছে সরকার।
বিশেষ অভিযান চলবে ৮ আগস্ট পর্যন্ত
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, দেশের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় চলমান বিশেষ অভিযান ৮ আগস্ট পর্যন্ত চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ‘বিশেষ সময়ে বিশেষ অভিযানের প্রয়োজন হয়। এই অভিযানের মাধ্যমে অপরাধী চক্র, অস্ত্রধারী ও রাষ্ট্রবিরোধী তৎপরতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
ঝুঁকিপূর্ণ দলগুলোকে প্রোটেকশন
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে আমরা নির্ধারণ করি, কোন কোন রাজনৈতিক দল বেশি ঝুঁকিপূর্ণ। সে অনুযায়ী তাদের প্রটেকশন দেওয়া হয়। যারা আমাদের কাছে সহায়তা চায়, তাদের আইন অনুযায়ী সহায়তা দেওয়া হয়।’
তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে একটি স্থিতিশীল পরিবেশ বজায় রেখে জনগণের জীবন-জীবিকা স্বাভাবিক রাখা এবং আসন্ন নির্বাচনের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা।
এনএমএম/এএ