গণঅভ্যুত্থান দিবসে গণভবন অভিমুখে ছাত্রশিবিরের সাইকেল র্যালি

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ১০:৪৭
-(61)-68918cd964588.jpg)
ছবি : বাংলাদেশের খবর
ছাত্রজনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের এক বছর পূর্ণ হলো আজ মঙ্গলবার (৫ আগস্ট)। এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির এক বিশাল সাইকেল র্যালির আয়োজন করে।
সকালে টিএসসি চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গণভবনের সামনে গিয়ে শেষপর্যন্ত আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে আসে। আয়োজকদের দাবি, পূর্বনির্ধারিত ৫০০ শিক্ষার্থী এই র্যালিতে অংশ নেন।
র্যালিতে অংশগ্রহণকারীরা বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা বহন করেন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। প্ল্যাকার্ড ও ব্যানারে গণঅভ্যুত্থানের বার্তা তুলে ধরা হয়।
আয়োজকরা জানান, ৫ আগস্টের রাজনৈতিক তাৎপর্য স্মরণ করতেই এই কর্মসূচি পালন করা হয়েছে। পাশাপাশি, সাধারণ শিক্ষার্থীদের মাঝে শান্তিপূর্ণ উপায়ে গণতন্ত্র ও ন্যায়ের বার্তা পৌঁছে দেওয়াই ছিল এই র্যালির উদ্দেশ্য।
সাইকেল র্যালিতে উপস্থিত ছিলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম, দপ্তর সম্পাদক সিগবাতুল্লাহ সিগবা, প্রচার সম্পাদক সাকিক কায়েম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরজাদ ও সেক্রেটারি মহিউদ্দিন খান।
- এসআইবি/এমআই