Logo

রাজনীতি

‘কক্সবাজারে যেতেই পারেন, কূটনীতিকের সঙ্গে আলাপ হতেই পারে, কিন্তু লুকোচুরি কেন?’

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ১৭:৩৩

আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১৯:০৯

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কয়েকজন নেতার কক্সবাজার সফরকে ঘিরে জনমনে সন্দেহ তৈরি হয়েছে বলে মনে করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘কক্সবাজারে এনসিপির নেতারা যেতেই পারেন, অসুবিধার কিছু নেই। সেখানে কূটনীতিকদের সঙ্গে আলাপ-আলোচনা হতেই পারে। কিন্তু লুকোচুরি কেন? একদিন বলা হয় এই হোটেলে, পরদিন হোটেল বদল- এই আচরণ জনগণের মনে সন্দেহ তৈরি করে।’

মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠানটির নিহত দপ্তরি মাসুমা বেগমের পরিবারের পাশে দাঁড়িয়েছে ‘আমরা বিএনপি পরিবার’। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিএনপির এই সংগঠন রাজধানীর তুরাগের শুক্রভাঙ্গা এলাকায় মাসুমার পরিবারের সঙ্গে দেখা করে তাঁর সন্তানের দায়িত্ব নেয়। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রুহুল কবির রিজভী। 

তিনি বলেন, ‘এনসিপির নেতারা গণতন্ত্র ফেরানোর আন্দোলনের অংশ, তাদের স্বচ্ছতা বজায় রাখা উচিত। জনগণের আস্থার জায়গা দুর্বল হবে এমন কোনো আচরণ করা ঠিক নয়।’

বিএনপির এ নেতা মনে করেন, এই মুহূর্তে দেশের জনগণের সবচেয়ে বড় চাওয়া হলো একটি নিরপেক্ষ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন। এ প্রসঙ্গে তিনি অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান ড. মুহাম্মদ ইউনূসের নির্বাচনী ঘোষণা ও পদক্ষেপের প্রশংসা করে বলেন, ‘তিনি শুধু রাজনৈতিক দল নয়, জনগণের আকাঙ্ক্ষার প্রতিই শ্রদ্ধা জানিয়ে রমজানের আগেই নির্বাচন ঘোষণার সাহস দেখিয়েছেন।’

রিজভী বলেন, ‘আমরা এমন একটি শাসনব্যবস্থা চাই যেখানে কেউ রাজনৈতিক মতাদর্শের কারণে নিপীড়নের শিকার হবে না, গুম-খুনের শিকার হবে না। রাষ্ট্রক্ষমতায় যারা থাকবেন, তারা হবেন জনগণের কাছে জবাবদিহিতার দায়ে বাধ্য।’

তিনি বলেন, ‘যত বেশি জবাবদিহিমূলক শাসন থাকবে, তত ষড়যন্ত্র কমবে। স্বচ্ছতা বাড়বে। মিডিয়ার স্বাধীনতা বাড়বে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পরিবেশ তৈরি হবে। সত্য কথা বলার পরিসর বাড়বে।’

রিজভী আরও বলেন, গতকালের বিজয় মিছিলে কিছু যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তারা তাৎক্ষণিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। ‘এই দুঃখ প্রকাশই হচ্ছে গণতান্ত্রিক আচরণ ও জবাবদিহিতার অংশ,’ মন্তব্য করেন তিনি।

বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, ‘গোপনীয়তা আর অব্যবস্থাপনার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। জনগণের জানার অধিকার প্রতিষ্ঠা করতে হবে। তাহলেই সুশাসনের পথ সুগম হবে।’

মাইলস্টোনে নিহত দপ্তরি মাসুমা বেগমের  পরিবারের খোঁজখবর নিতে গিয়ে তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন ‘আমরা বিএনপি পরিবার’। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির আহ্বায়ক আতিকুর রহমান রুমন, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এসএম জাহাঙ্গীর হোসেন, এম কফিল উদ্দিনসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।

  • এমএএস/এমআই//টিএইচ/এএইচকে/এইচকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাতীয় নাগরিক পার্টি বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর