বিএনপি নেতার চাঁদাবাজির নিউজ করায় সাংবাদিককে হত্যা : সারজিস

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ২২:০৯

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। ছবি : সংগৃহীত
বিএনপি নেতার চাঁদাবাজির নিউজ করায় সাংবাদিককে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে তার ফেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি নিয়ে মন্তব্য করেন।
সারজিস লেখেন, গাজীপুরে এক বিএনপি নেতার চাঁদাবাজি নিয়ে নিউজ করায় দুপুরে আনোয়ার নামের এক সাংবাদিককে ইট দিয়ে থেতলে দেয় বিএনপির কর্মীরা। দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক তুহিনকে গাজীপুরের চৌরাস্তায় চা দোকানে রাতে জবাই করে হত্যা করেছে চাঁদাবাজ সন্ত্রাসীরা! আনোয়ার এবং তুহিন বন্ধু ছিলেন।
এর আগে, বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় জনসমক্ষে এক সাংবাদিককে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
নিহত সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিন (৩৮) দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর প্রতিনিধি ছিলেন। তুহিন ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে। তিনি স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় বসবাস করতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় তুহিন মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে বসে ছিলেন। হঠাৎ কয়েকজন সন্ত্রাসী তাকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কোপাতে থাকে। উপস্থিত লোকজনের সামনেই তাকে কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায় হামলাকারীরা। ঘটনাস্থলেই তুহিনের মৃত্যু হয়।
তুহিনের সহকর্মীরা জানান, ঘটনার কয়েক ঘণ্টা আগে চান্দনা চৌরাস্তার ফুটপাত দখল ও দোকানপাট থেকে চাঁদাবাজির বিষয় নিয়ে একটি ফেসবুক লাইভ করেন তিনি। পরে সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে আরও একটি ভিডিও পোস্ট করেন, যেখানে রাস্তার অব্যবস্থাপনা নিয়ে মন্তব্য করেন।
- ডিআর/এমআই