Logo

রাজনীতি

হাসিনা দেশের বারোটা বাজিয়েছে, এ সরকার চব্বিশটা বাজিয়েছে : মির্জা আব্বাস

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫, ২১:২৯

হাসিনা দেশের বারোটা বাজিয়েছে, এ সরকার চব্বিশটা বাজিয়েছে : মির্জা আব্বাস

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, অন্তর্বর্তী সরকারের আমলে দেশের সার্বিক পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। তিনি বলেন, ‘দেশের অবস্থা হাসিনা বারোটা বাজিয়েছে, এ সরকার চব্বিশটা বাজিয়ে দিয়েছে।’

শনিবার (৯ আগস্ট) বিকেলে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত এক আলোচনা সভায় মির্জা আব্বাস এসব কথা বলেন। গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তিতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাসাসের ঢাকা মহানগর দক্ষিণ শাখার আয়োজনে এই আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নিজের অবস্থান থেকে অনেক কিছু বলার থাকলেও এখন তা বলা সম্ভব হচ্ছে না উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, ‘অনেক কিছু আছে বলার মতো। আমি এই মঞ্চ থেকে বলতে পারছি না। দেশের বিভিন্ন দিক থেকে কীভাবে ক্ষতি হয়েছে, কারা কীভাবে আত্মসাৎ করেছে, কত টাকা লুট হয়েছে, সব প্রমাণসহ আমার কাছে আছে। তবে এখন বলছি না।’

বিভিন্ন অপকর্মের সঙ্গে বিএনপির নাম উদ্দেশ্যমূলকভাবে জড়ানো হচ্ছে দাবি করে তিনি বলেন, ‘যেখানেই খুন, লুটতরাজ, চাঁদাবাজি হয়, সেখানেই বিএনপির নাম বলা হয়। বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে মলিন করার চেষ্টা চলছে। জনগণের সামনে আসামির মত দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে, যা আমরা ভালো বুঝতে পারছি।’

জুলাই বিপ্লবের নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সম্পর্কে মির্জা আব্বাস বলেন, ‘তাদের যেমন ক্ষমতায় যাওয়ার ইচ্ছা আছে, আমাদেরও তেমনি ইচ্ছা আছে। যদি জনগণ ভোট দেয়, আমরা ক্ষমতায় যাবো, যদি না দেয় মেনে নেবো। আমরা শুধু ভোট চাই। গত ১৭ বছর ধরে গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে বিএনপি।’

তিনি বলেন, কিছু দল পিআর পদ্ধতির কথা বলে নির্বাচন হতে দেবে না বলছে, এটা তো এতো বছর বলেননি। এখন তাহলে এ ট্যাবলেট কে খাওয়ালো। নতুন প্রজন্ম ভোট দিতে জানেই না, এরমধ্যে নিয়ে আসছেন পিআর পদ্ধতি। এ পদ্ধতি দিয়ে দেশে অচলাবস্থা তৈরি করতে চান। জনগণ এটা মেনে নেবে না।

তিনি আরও বলেন, ‘নির্বাচন ও বিচার পাশাপাশি চলতে পারে। জুলাই-আগস্টে যারা হত্যাকাণ্ড করেছে, প্রশাসনের লোক হোক বা সাধারণ মানুষ হোক, কিংবা সরকার হোক— তাদের বিচার দ্রুত করা প্রয়োজন। বিচার দ্রুত হয় না, তাই নির্বাচন ও বিচার দুটো পাশাপাশি চলতে পারে। কিন্তু বিচারের আগে নির্বাচন হওয়া উচিত নয়।’

আলোচনা সভায় জাসাস ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি শওকত আজিজের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম, জনশক্তি বিষয়ক সম্পাদক এম এ মালেক, জাসাস কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হেলাল উদ্দীন, গণঅভ্যুত্থানে শহীদ মিরাজের বাবা আব্দুর রব মিয়া সহ অন্যরা। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে জাসাসের শিল্পীরা অংশ নেন।

ডিআর/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর